ইউক্রেনের দক্ষিণ-পূর্বের দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন তিনজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ১০০ জনকে। এ তথ্য জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।
পুলিশ কর্মকর্তা জানান, এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, রুশ সেনারা ইস্কান্দার-কে ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের আবাসিক এলাকায় হামলা চালায়। এতে অন্তত আটটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, এ হামলায় ২০ জন আহত হয়েছেন। এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ধ্বংস হওয়া ভবনে বসবাসকারী লোকদের আশ্রয়ের জন্য স্থানীয় একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে।