দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ৮

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
প্রতীকী ছবি।

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় গকেবেরহা শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গকেবেরহা আগে পোর্ট এলিজাবেথ নামে পরিচিত ছিল। সোমবার পুলিশ জানিয়েছে, রোববার জন্মদিন উদযাপনকারী একদল লোকের ওপর বন্দুকধারীরা গুলি চালালে আটজন নিহত এবং আরও তিনজন আহত হয়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।’

- বিজ্ঞাপন -

অজ্ঞাত ওই বন্দুকধারীরা ‘অতিথিদের ওপর এলোমেলোভাবে গুলিবর্ষণ করে’ জানিয়ে পুলিশ বলছে, ‘এই ঘটনায় আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবন বাঁচাতে লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন’।

এদিকে বন্দুক হামলার পর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএফপি বলছে, দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও গোলাগুলির ঘটনা বেশ সাধারণ। বিশ্বের যেসব দেশে হত্যার হার সর্বোচ্চ, আফ্রিকার এই দেশটি সেসব দেশের অন্যতম। মূলত গ্যাং সহিংসতা এবং মাদক সংশ্লিষ্ট নানা ঘটনার কারণেই দেশটিতে বন্দুক হামলা ও গোলাগুলি হয়ে থাকে।

গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের উপশহরে অবস্থিত বিভিন্ন বারে গোলাগুলির ঘটনায় প্রায় দুই ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!