বাংলাদেশ: উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসার কমান্ডারসহ’ গ্রেপ্তার ৫

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
কক্সবাজারে অবস্থিত একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প । ফাইল ছবি

বাংলাদেশের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

হত্যা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আগের একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩০ জানুয়ারি) আদালতে তোলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরসার কমান্ডার ও উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের সোনা আলীর ছেলে রফিক (৫৪), অছির রহমানের ছেলে মোহাম্মদ রফিক (২০), পাশের ১২ নম্বর ক্যাম্পের মো. ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (২১), রবিউল্লাহর ছেলে নুরুল আমিন (৩৪) এবং ৫ নম্বর ক্যাম্পের আবদুল বাসেদের ছেলে খায়রুল আমিন (৩২)।

এর আগে রবিবার রাতে র‌্যাব-১৫, জেলা পুলিশ, এপিবিএন-৮ ও ১৪ ব্যাটালিয়নের সদস্যরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এসব তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া সকলেই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন “আরসা”র সদস্য। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে, আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।”

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু শূন্য রেখার রোহিঙ্গা শিবিরে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষের পর ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়। ওই ক্যাম্পে আরসার ৩৫টি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!