পদ্মা‌সেতু চালু হলে বরিশালের বা‌নি‌জ্যিক গুরুত্ব আ‌রো বাড়‌বে: ভারতীয় হাই ক‌মিশনার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাই ক‌মিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ব‌লে‌ছেন,ব‌রিশাল হ‌চ্ছে দ‌ক্ষিনাঞ্চ‌লের প্র‌বেশদ্বার। নৌ স্থল এবং আকাশপ‌থে সারা‌দে‌শের সা‌থে ভা‌লো যোগা‌যোগ র‌য়ে‌ছে। পদ্মা‌সেতু চালু হওয়ার প‌রে বরিশালের দুরত্ব কম‌বে, বা‌নি‌জ্যিক গুরুত্ব আ‌রো বাড়‌বে।

বৃহষ্প‌তিবার (২৫ মার্চ) সকা‌লে ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি (বিআরইউ) এর বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃ‌তি মিলনায়ত‌নে সাংবা‌দিক, বীর মু‌ক্তি‌যোদ্ধা, লেখক ও সুশীল সমা‌জের নাগ‌রিক‌দের সা‌থে মত‌বি‌নিময়কা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, কবি জীবনানন্দ দাশ, শের ই বাংলা এ কে ফজলুল হকসহ গুনীজন‌দের পূণ্যভূ‌মি ব‌রিশাল। ব‌রিশাল ও ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে আস‌তে পে‌রে নি‌জে‌কে সৌভাগ্যবান ম‌নে কর‌ছি এবং আ‌মি খুব আনন্দিত। এবারে খুব অল্প সম‌য়ের জন্য আস‌লেও খুব শ্রীঘ্রই আ‌মি সময় নিয়ে ব‌রিশাল এবং ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে আস‌বো।

ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সা‌বেক সভাপ‌তি সাংবা‌দিক সুশান্ত ঘো‌ষের সঞ্চালনায় মত‌বি‌নিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান ক‌রেন সি‌নিয়র সাংবা‌দিক আ‌নিসুর রহমান স্বপন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ভারতীয় হাইক‌মিশ‌নের খুলনা অঞ্চ‌লের ‌সে‌কেন্ড সে‌ক্রেটা‌রি অসীম কুমার শান্ত্রা, বীর মু‌ক্তি‌যোদ্ধা র‌ফিকুল ইসলাম, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল কা‌দের হাওলাদার, নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদ মাধ্যম সাময়িকী’র প্রধান সম্পাদক ভায়লেট হালদার, সাহিত্য সম্পাদক লিটন রাকিব, ব‌রিশাল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি স্বপন খন্দকার, সাংবা‌দিক অপুর্ব অপু, মঈনুল ইসলাম সবুজ, শাওন খান।

উপ‌স্থতি ছি‌লেন, ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সহ সভাপ‌তি গাজী শাহ রিয়‌াজ, সা‌বেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, যুগ্ম সম্পাদক মুশ‌ফিক সৌরভ, সা‌বেক যুগ্ম সম্পাদক র‌বিউল ইসলাম, কোষাধক্ষ্য ব‌শির আহ‌মেদ, সা‌বেক কোষাধক্ষ্য আ‌রিফ সুমন, দপ্তর সম্পাদক রা‌সেল হো‌সেন, সা‌বেক দপ্তর সম্পাদক অ‌লিউল ইসলাম, আলা‌মিন জু‌য়েল, সদস্য রেহমান আ‌নিস, মহ‌সিন সুজন, তন্ময় তপু, এস এ মিনার, বায়েজিদ পান্নু, আবুল বাশার, বিপ্লব কর্মকার, ‌এন আ‌মিন রা‌সেল, টিটু দাস, সাইফুল ইসলাম, আ‌মিন শুভ, রা‌সেল পার‌ভেজ সোহাগ, সাংবাদিক শা‌কিল আহ‌মেদ প্রমুখ।

উ‌ল্লেখ্য ব‌রিশালে এবং ব‌রিশাল রি‌পো‌র্টার্স ইউ‌নি‌টি‌তে প্রথমবা‌রের ম‌তো বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাই ক‌মিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী আ‌সেন। অ‌তি‌থি‌কে স্বাগত জা‌নি‌য়ে ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌র পক্ষ থে‌কে স্মারক ও শু‌ভেচ্ছা উপহার প্রদান করা হয়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!