নাটোর পৌর নির্বাচনে ৬৩ প্রার্থী : কোন ১৩ জনকে বেছে নিবেন পৌরবাসী!

মাহাবুব খন্দকার
মাহাবুব খন্দকার - নাটোর প্রতিনিধি
5 মিনিটে পড়ুন

আগামী ১৬ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে নাটোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নাটোর পৌরসভা ৯ টি ওয়ার্ড জুড়ে প্রার্থীদের চলছে জোড় কদমে প্রচার-প্রচারণা।
নাটোর জেলা নির্বাচন কমিশনারের তথ্যমতে মেয়র পদে মোট ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীকে, উমা চৌধুরী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাঙ্গল মার্কায় রয়েছেন, ড. মো. নুরন্নবী মৃধা। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির, হাতুড়ি মার্কায়, মো. মাহবুবুল আলম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, তালপাখা মার্কায়, মো. রফিকুল ইসলাম। স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন, মো. সাজেদুর রহমান খান চৌধুরী, মোবাইল ফোন মার্কায়। এবং শেখ এমদাদুল হক আল-মামুন, নারিকেল গাছ মার্কায়।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩ জন প্রার্থী। সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী তারা হলেন জিনাত রেহানা, আনারস মার্কা। তনু রানী দাস, চশমা মার্কা এবং নারগীছ পারভীন, অটোরিকশা মার্কায়।

সংরক্ষিত ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী। তারা হলেন কোহিনুর বেগম পান্না, বলপেন মার্কা। নাসিম -ই-গুলসান, আনারস মার্কা। মোছা: ঝর্ণা বেগম, অটোরিকশা মার্কা। মোছা: ফরিদা পারভীন, চশমা মার্কা এবং মোছা: হোসনে আরা, টেলিফোন মার্কায়।

সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। তারা হলেন মোছা: আয়শা আক্তার, চশমা মার্কা। মোছা: জ্যোস্না বেগম, টেলিফোন মার্কা। মোছা: ফাতিমা খাতুন (মনি), জবাফুল মার্কা। মোছাঃ রওশন আরা বেগম, মেট্রোরেল মার্কা এবং মোছাঃ রীনা বেগম রেবা, আনারস মার্কায়।

৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৩ জন প্রতিদ্বন্দ্বী এর মধ্যে ১ নং ওয়ার্ডে রয়েছে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী। তারা হলেন মলয় মলয় কুমার রায়, উটপাখি মার্কা। মোছাঃ শরীফা পারভীন, ব্ল্যাকবোর্ড মার্কা। মোঃ আব্দুল মান্নান মিয়াজী, ডালিম মার্কা। মোঃ মমতাজ উদ্দীন উজ্জ্বল পাঞ্জাবি মার্কা এবং মোঃ মহসিন আলী পানির বোতল মার্কা।

২ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। তারা হলেন টেবিল ল্যাম্প মার্কায়, বাপ্পি লাহিড়ী। পাঞ্জাবি মার্কায়, মোঃ জাহিদুর রহমান (জাহিদ)। পানির বোতল মার্কায়, মোঃ ফরহাদ হোসেন। উটপাখি মার্কায়, মোঃ মেহেদী হাসান এবং ডালিম মার্কায়, মোঃ রাশেদুল ইসলাম খান (রাসেল)।

৩ নং ওয়ার্ডে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঞ্জাবি মার্কায়, মামুনুর রশিদ। উটপাখি মার্কায়, মোছাঃ জাহেদা বেগম। ব্ল্যাকবোর্ড মার্কায়, আব্দুল আউয়াল। গাজর মার্কায়, মোঃ তোফাজ্জল হোসেন। ফাইল কেবিনেট মার্কায়, মোঃ নান্নু শেখ। টেবিল ল্যাম্প মার্কায়, মোঃ ফরিদ আহম্মেদ। ব্রীজ মার্কায়, মোঃ মিঠুন আলী। ডালিম মার্কায়, মোঃ সেলিম মিয়া এবং পানির বোতল মার্কায়, মোঃ সোহেল ফয়সাল।

৪ নং ওয়ার্ডে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উটপাখি মার্কায়, আশরাফ খান চৌধুরী। ফাইল কেবিনেট মার্কায়, এস. এম. জাহাঙ্গীর। টিউব লাইট মার্কায়, মোছাঃ আজিনা বেগম। পানির বোতল মার্কায়, মোছাঃ মহিমা খাতুন। ঢেড়স মার্কায়, মোঃ আল-আমিন। ব্ল্যাক বোর্ড মার্কায়, মোঃ আহসান হাবিব।

ডালিম মার্কায়, মোঃ রবিউল আউয়াল। টেবিল ল্যাম্প মার্কায়, মোঃ শফিউল আলম (রাসেল)। তবলা মার্কায়, মোঃ হানিফ সরকার। ব্রিজ মার্কায়, মোঃ হানিফুর রহমান। পাঞ্জাবি মার্কায়, শেখ মনিরুল হাসান। স্ক্রু ড্রাইভার মার্কায়, শ্রী প্রসেনজিৎ কুমার ঘোষ এবং গাজর মার্কায়, শাকিল আহমেদ।

৫ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। ব্ল্যাকবোর্ড মার্কায়, খন্দকার রোকনুজ্জামান হিরো। টেবিল ল্যাম্প মার্কায়, মোঃ আবুল কালাম। পানির বোতল মার্কায়, মোঃ রাব্বি মন্ডল। ডালিম মার্কায়, মোঃ শরিফুল ইসলাম জাহাঙ্গীর।

উটপাখি মার্কায়, মোঃ শফিকুল ইসলাম। পাঞ্জাবি মার্কায়, মোঃ শামীম আনোয়ার। ফাইল কেবিনেট মার্কায়, মোঃ সামাদ প্রামানিক। গাজর মার্কায়, মোঃ হাফিজুর রহমান খাঁ এবং ব্রিজ মার্কায়, প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আলম শেখ।

৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। নাসির উদ্দিন সরকার, পাঞ্জাবি মার্কায় এবং মোঃ আরিফুর রহমান, উটপাখি মার্কায়।

৭ নং ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টেবিল ল্যাম্প মার্কায়, বুলবুল আহমেদ। পানির বোতল মার্কায়, মীর মোহাম্মদ নাফিউ ইসলাম। ব্রিজ মার্কায়, মোঃ ওমর আলী। পাঞ্জাবি মার্কায়, মোঃ মফিজুর রহমান। ডালিম মার্কায়, মোঃ শফিকুল ইসলাম। ব্ল্যাকবোর্ড মার্কায়, মোঃ শমশের আলী এবং উটপাখি মার্কায়, মোঃ সদরুল ইসলাম ডামবেল।

৮ নং ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী। খন্দকার মোঃ এনামুর রহমান, ব্রিজ মার্কায়। মোঃ আসলাম উদ্দিন, ডালিম মার্কায়। মোঃ জিল্লুর রহমান, উটপাখি মার্কায়। মোঃ দেলোয়ার হোসেন, পানির বোতল মার্কায়। মোঃ নাজমুল হোসেন সরকার, ব্ল্যাকবোর্ড মার্কায়। মোঃ শফিকুল ইসলাম, টেবিল ল্যাম্প মার্কায় এবং শেখ রুবেল পাঞ্জাবি মার্কায়, প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯ নং ওয়ার্ড প্রতিদ্বন্দিতায় রয়েছেন ৫ জন প্রার্থী। ব্ল্যাকবোর্ড মার্কায়, মোশারফ হোসেন। উটপাখি মার্কায়, মোঃ জাহাঙ্গীর গাজী। টেবিল ল্যাম্প মার্কায়, মোঃ নুরুল ইসলাম নুরু । ডালিম মার্কায়, মোঃ রানা হোসেন এবং পাঞ্জাবি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ এমদাদুল বাবলু।

৬৩ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হবেন ১৩ জন প্রার্থী। মেয়র পদে ১ জন। সংরক্ষিত আসনে ৩ জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ৯ জন। কারা হবেন সেই ১৩ জন প্রার্থী তা জানার প্রতীক্ষায় নাটোর পৌরবাসী।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: মাহাবুব খন্দকার নাটোর প্রতিনিধি
সাংবাদিক এবং লেখক
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!