বর্ণজিৎ বর্মন

জন্ম কোচবিহার জেলার গোসানিমারতে ১৯৯০ সালের জুন মাসে। নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই মূলত কবিতা লেখা শুরু। এখন গল্প, প্রবন্ধ, গবেষণা মূলক প্রবন্ধ, মুক্ত গদ্য লিখছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাম্মানিক সহ বি এ, এম এ, এম.ফিল। এখন পি এইচ ডি চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি বিষয়ে - রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে সর্বভারতীয় ইউ জি সি নেট উত্তীর্ণ এবং ২০২০ সালে পশ্চিমবঙ্গ সেট উত্তীর্ণ। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত কবিতা প্রকাশিত হচ্ছে বিভিন্ন দৈনিক পত্রিকায়, লিটল ম্যাগাজিন এবং ই ম্যাগাজিনে। বিশেষ পত্রিকা হলো উত্তরবঙ্গ সংবাদ, উত্তরের সারাদিন , কবিতা পাক্ষিক, কবিতা আশ্রম, যুগশঙ্খ, জিরো বাউন্ডারি, মুক্ত চিন্তা, বিবর্তন, চিত্রকল্প, শব্দলেখা, বজ্রকন্ঠ, উজ্জ্বল এক ঝাক পায়রা, ইত্যাদি আরো অনেক পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে। ইতোমধ্যে অনেক কবিতা সংকলনে কবিতা প্রকাশিত হয়েছে।
1 টি নিবন্ধ
লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!