গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার শিশুর মৃত্যু হয়েছে

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ফিলিস্তিনি চিকিৎসক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে একটি শিশুকে নিয়ে যাচ্ছেন। ছবি এপি

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার শিশুর মৃত্যু হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গত ১৭ দিনের যুদ্ধে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ২ হাজার শিশুর। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সেভ দ্য চিল্ডরেন সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পাশাপাশি গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণার আহ্বানও জানিয়েছে শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক এই সংস্থাটি।

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার শিশুর মৃত্যু হয়েছে
হামলায় আহত এক মা তার আহত শিুশুকে নিয়ে বসে আছেন। ছবি এপি

সোমবার এক বিবৃতিতে সেভ দ্য চিল্ডরেনের পক্ষ থেকে বলা হয়, ‘ইসরায়েলের বিমান অভিযানের জেরে গাজা নির্বিচারে হতাহত হচ্ছে শিশুরা। এ পর্যন্ত সেখানে অন্তত ২ হাজার শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার।’

‘আমরা এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে গাজায় শিগগিরই যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি এবং প্রত্যাশা করছি, শিশুদের নিরাপত্তার ব্যাপারটি বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে আরও তৎপর হবে।’

- বিজ্ঞাপন -

সেভ দ্য চিল্ডরেনের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত চলমান এই যুদ্ধে আক্ষরিক অর্থেই ‘ফাঁদে পড়েছে’ গাজা উপত্যকার ১০ লাখেরও বেশি শিশু। কারণ উপত্যকায় এমন কোনো স্থান নেই— যেখানে তারা নিরাপদ বোধ করতে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসা উপকরণ ও বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে, সেক্ষেত্রে উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্কবার্তাও দিয়েছে আন্তর্জাতিক এই এনজিও।

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার শিশুর মৃত্যু হয়েছে
তিনজন ফিলিস্তিনি শিশু একটি এ্যাম্বুলেন্সের মধ্যে বসে কাঁদছে। ছবি আল জাজিরা

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫ হাজার ৮৭ জন। নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন।

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার শিশুর মৃত্যু হয়েছে
এক ফিলিস্তিনি বাবা তার শিশু সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। ছবি রয়টার্স

বিমান বাহিনীর হামলা ও জ্বালানি ঢুকতে না পারার কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে কুদরা বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা।’

সূত্র : সিএনএন

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!