পোল্যান্ডের পর বেলারুশ সীমান্তে সেনা পাঠালো লাটভিয়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
সীমান্তে নিরাপত্তা জোরদার লাটভিয়ার। ছবি রয়টার্স

পোল্যান্ডের পর বেলারুশ সীমান্তে সেনা পাঠালো লাটভিয়া

রাশিয়ার মিত্র বেলারুশে সশস্ত্র ওয়াগনার বাহিনী অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদারে সেনা পাঠিয়েছে ইউরোপের আরেক দেশ লাটভিয়া। একই উদ্বেগ জানিয়ে ন্যাটোর পোল্যান্ডও সম্প্রতি কয়েক হাজার সেনা পাঠায় সীমান্ত এলাকায়।

লাটভিয়া প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে দেশটির সীমান্তরক্ষীদের সহায়তার নিদের্শ দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সীমান্ত দিয়ে ৯৬টি অনুপ্রবেশের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন তিনি।

পোল্যান্ডের পর বেলারুশ সীমান্তে সেনা পাঠালো লাটভিয়া
লাটভিয়ার বর্ডার গার্ডের এক সদস্য বেলারুশ সীমান্তের পাশে টহল দিচ্ছেন। ছবি রয়টার্স

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ছুটিতে থাকা লাটভিয়ার বর্ডার গার্ড কর্মকর্তাদের ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে সীমান্তে কঠোর নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) এ তথ্য জানায় দেশটি সরকার।

একই দিন বর্ডার গার্ড বিবৃতিতে দাবি করেছে, তাদের সীমান্তের দিকে লোকজন ঠেলে দেওয়া এবং সংগঠিতের পেছনে বেলারুশ সরকার দায়ী। এদের অনেকে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী

নিরাপত্তার হুমকির কারণে সশস্ত্র বাহিনী ও পুলিশের সহায়তা চেয়েছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইনারা মুরনিস, সেনাবাহিনীকে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

কতজন সেনা পাঠানো হয়েছে এ বিষয়ে তথ্য দেয়নি দেশটির সরকার। লাটভিয়ার সঙ্গে রাশিয়ার ১৭২ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

বেলারুস-পোল্যান্ড সীমান্তে ক্রমশই উত্তেজনা কেন বাড়ছে?
এর আগে পোল্যান্ড বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করে। ছবি এপি

জুন মাসে রাশিয়ায় ওয়াগনারের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর বাহিনীটির ওয়াগনার যোদ্ধাদের একাংশ বেলারুশে চলে আসে। পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরওয়েইকি বলেছেন, ওয়াগনারের প্রায় ১০০ যোদ্ধার একটি দল বেলারুশ-পোল্যান্ড সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এবং পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

বেলারুশে হামলা রাশিয়ার ওপর হামলা বিবেচিত হবে, পোল্যান্ডকে পুতিন
ওয়াগনার গ্রুপের যোদ্ধারা বেলারুশের বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, এমন অভিযোগ করেছিল পোল্যান্ড । ছবি এএফটি

তিনি সতর্ক করে বলেছিলেন, বেলারুশের ওয়াগনার যোদ্ধারা অভিবাসীর ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বা তারা বেলারুশের সীমান্ত রক্ষী হিসেবে হাজির হয়ে আরও অবৈধ অভিবাসীদের পোলিশ ভূখণ্ডে প্রবেশে সাহায্য করতে পারে।

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!