ওয়াগনারের বিদ্রোহ পেছন থেকে ছুরিকাঘাত: পুতিন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি সংগৃহীত

ওয়াগনারের বিদ্রোহ পেছন থেকে ছুরিকাঘাত: পুতিন

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর প্রধান সহযোগী ও রাশিয়াভিত্তিক বেসরকারি সামরিক কোম্পানি পিএমসি ওয়াগনারের বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কো থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পিএমসি ওয়াগনারের বিদ্রোহকে ‘পেছন থেকে ছুরিকাঘাতের’ সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সঙ্গে যারা দেশের অভ্যন্তরে ‘বিদেশি শত্রুদের’ এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে— রাশিয়ার স্বার্থে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

ওয়াগনারের বিদ্রোহ পেছন থেকে ছুরিকাঘাত: পুতিন
ওয়াগনারের যোদ্ধারা। ছবি রয়টার্স

শুক্রবার পিএমসি ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে মস্কোর নেতৃত্বকে উচ্ছেদ করতে ওয়াগনার গ্রুপের ২৫ হাজার যোদ্ধা নিয়ে ইউক্রেন থেকে মস্কো অভিমুখে পদযাত্রা শুরু করেন। তার এই ঘোষণার পর শনিবার জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ভ্লাদিমির পুতিন।

তবে পুরো ভাষণে একবারও পিএমসি ওয়াগনার এবং এই কোম্পানির শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিনের নাম উচ্চারণ করেননি তিনি।

শনিবারের সংক্ষিপ্ত বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার নাগরিক, সশস্ত্র বাহিনীর সদস্য, আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্য, সৈনিক ও কমান্ডার— যারা এখন যুদ্ধক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে যুদ্ধ করছেন, প্রতিপক্ষের হামলার পাল্টা জবাব দিচ্ছেন— আমি জানি, তারা বীরত্বের সঙ্গে তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি তাদের সবার কাছে আজ আবেদন জানাচ্ছি।’

‘আমি সেই সব সেনা সদস্যের প্রতিও আবেদন জানাচ্ছি, যাদেরকে সশস্ত্র বিদ্রোহের মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্ট হতে বাধ্য করা বা উসকানি দেওয়া হচ্ছে। আজ আমি রাশিয়ার সব অঞ্চলের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করেছি।’

ওয়াগনারের বিদ্রোহ পেছন থেকে ছুরিকাঘাত: পুতিন
রোস্তভ-অন-ডনের সামরিক সদর দফতরের রাস্তায় ওয়াগনারের যোদ্ধারা। ছবি রয়টার্স

‘আপনারা সবাই জানেন, এমন একটি যুদ্ধে আমরা জড়িয়ে পড়েছি— যার ফলাফলের ওপর নির্ভর করছে রাশিয়ার জনগণের ভাগ্য। তাই এ যুদ্ধে রাশিয়ার সব বাহিনী ও শক্তির মধ্যে ঐক্য, সংহতি এবং দায়িত্ববান থাকা খুবই জরুরি। যখন সবকিছু আমাদের বিরুদ্ধে— সেসময় নিজেদের মধ্যকার যে কোনো কলহ-বিবাদের সুযোগ শত্রুরা নিতে পারে এবং আমাদেরকে কোনঠাসা করতে তা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।’
‘যেসব তৎপরতা আমাদের ঐক্যে ফাটল ধরায়, তা আমাদের জনগণ এবং যেসব সহযোদ্ধা (ইউক্রেনে) কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন— তাদের কাছে ধর্মত্যাগের মতো। সম্প্রতি যে ঘটনাটি ঘটল— তা রাশিয়া এবং রাশিয়ার জনগণকে পেছন থেকে ছুরিকাঘাতের শামিল।’

ওয়াগনারের বিদ্রোহ পেছন থেকে ছুরিকাঘাত: পুতিন
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনের রাস্তায় সামরিক যান। ছবি রয়টার্স

‘বর্তমানে যে ঘটনাটির মুখোমুখি আমরা হয়েছি, সেটি পুরোপুরি বিশ্বাসঘাতকতা এবং এ ধরনের বিশ্বাসঘাতকতাসহ যেকোনো হুমকি থেকে আমরা আমাদের জনগণ ও দেশকে রক্ষা করতে বদ্ধপরিকর।’

‘আমি বিশ্বাস করি, আমাদের জন্য যা পবিত্র ও গভীর আবেগের— তা আমরা রক্ষা করবই। দেশকে রক্ষা করতে আমরা যদি ঐক্যবদ্ধ হই— সেক্ষেত্রে যে কোনো সংকট আমরা কাটিয়ে উঠতে পারব।’

‘আর যারা সন্ত্রাসবাদ ও সশস্ত্র বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে অবশ্যই আইন এবং আমাদের জনগণের সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে হবে এবং তাদের জন্য শাস্তি অনিবার্য।’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!