ফুটবল বিশ্বকাপ: দারুণ খেলেও পোল্যান্ডের সাথে সৌদি আরবের হার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

পোল্যান্ডের বিরুদ্ধে জয় বা ড্র করে শেষ ষোলোর লড়াইয়ে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক সৃষ্টি করা সৌদি আরবের সামনে। তবে আজ কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে পোল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও ২-০ গোলে হেরেছে অ্যারাবিয়ানরা। যদিও স্কোর বলছে না, ম্যাচে কী দাপুটেই না ছিলেন রেনার্ডের শিষ্যরা! পোল্যান্ডের হয়ে গোল দুটো করেছেন জেলিনস্কি ও লেভানডোভস্কি। এই জয়ে গ্রুপ সি-র শীর্ষে উঠলো পোল্যান্ড।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সৌদি আরব। প্রথম পাঁচ মিনিটেই পোল্যান্ডের রক্ষণভাগে একের পর এক চালায় আক্রমণ। এরমধ্যেই ৬ মিনিটের সময় পোস্টের একদম কাছে দুর্দান্ত এক সেভ দিয়ে অ্যারাবিয়ানদের বাঁচিয়ে দেন গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। ৭ মিনিটে প্রথম কর্নার পায় সৌদি আরব; যদিও সেটি কোনও কাজে আসেনি।

ম্যাচের ১২ মিনিটে মোহাম্মদ কানু দারুণ এক সুযোগ তৈরি করলেও সিজনির দক্ষতায় সে যাত্রা বেঁচে যায় পোলিশরা। এ চেষ্টা থেকে পাওয়া কর্নারও বিশেষ কাজে লাগাতে পারেননি রেনার্ডের শিষ্যরা।

সৌদি আক্রমণ থেকে রক্ষা পেতে পোলিশ খেলোয়াড়রা মাত্র ৫ মিনিটের ব্যবধানে দেখেন ৪টি হলুদ কার্ড। ম্যাচের পনের মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেন পোল্যান্ডের সেন্টার ব্যাক কিউইওর। তার কয়েক সেকেন্ড পরেই আরও একটি হলুদ কার্ড দেখেন পোলিশ রাইট ব্যাক ক্যাশ। ১৮ মিনিটে মোহাম্মদ আল বুরাইককে বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন পোলিশ ফরোয়ার্ড মিলিক। ২১ মিনিটের সময় মোহাম্মদ আল বুরাইককে আবারও বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন

- বিজ্ঞাপন -

এ সময় পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সৌদিরা। এ সময় ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে দুটি শট পোল্যান্ডের গোল অভিমুখে নিয়েছে তারা; যার একটি ছিল অন টার্গেট। আর পোলিশদের পায়ে ছিল মাত্র ৩৮ শতাংশ বল।

ম্যাচের ৩৯ মিনিটে পিওতর জেলিনস্কি ১-০ গোলে এগিয়ে দেন পোলিশদের। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান রবার্ট লেভানডোভস্কি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। তার কাছ থেকে পাওয়া কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান পিওতর জেলিনস্কি।

৪২ মিনিটে আল শেহরিকে ডি বক্সের ভেতরে ফেলে দেন বেইলিক। এতে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু আত্মবিশ্বাসের অভাবে নিশ্চিত গোল বঞ্চিত হন সৌদি নাম্বার টেন আল দাউসারি। সিজনি দাউসারির শট ফেরালে আবারও গোল অভিমুখে নেওয়া সালেহ আল শেহরির রিবাউন্ড শটও ফিরিয়ে দেন সিজনি। ফলে সমতায় ফেরার চেষ্টা ব্যর্থ হয় অ্যারাবিয়ানদের।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে গোল করতে আরও চড়াও হয় সৌদি আরব। মাঝেমধ্যেই গোলের কাছে পৌঁছে যাচ্ছিল তারা। কিন্তু দিনটা ছিল না সৌদি স্ট্রাইকারদের। ফলে ছয়গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন আলশেহরি। গোলের নীচে ভাল খেললেন পোল্যান্ডের গোলরক্ষক। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন সৌদির ফুটবলাররা। তার ফলে প্রতিআক্রমণ থেকে সুযোগ পাচ্ছিল পোল্যান্ড।

- বিজ্ঞাপন -

৮২ মিনিটের মাথায় আল মালকির ভুলে বল পায় পোল্যান্ড। সৌদি গোলরক্ষককে একা পেয়ে গোল করতে কোনও ভুল করেননি লেভানডোভস্কি। এবারের বিশ্বকাপে প্রথম গোল করলেন তিনি। তারপরও গোল শোধ করার চেষ্টা করে সৌদি আরব। কিন্তু পারেনি তারা। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!