খেলা শেষে স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করলেন জাপানিরা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে জাপান। ২-১ গোলের জয়ে প্রশংসায় ভাসছে এশিয়ার জায়ান্টরা। মাঠের খেলায় জাপানের ফুটবলারদের অসামান্য কীর্তি সবার মুখে মুখে। তবে শৃঙ্খলার দৃষ্টান্ত তৈরি করে আলোচনায় এসেছেন দর্শক সারিতে থাকা জাপানের সমর্থকরাও। খেলা শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করেছেন তারা।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে উল্লাসের পাশাপাশি দোহার খলিফা স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছেন জাপানের শতাধিক সমর্থক। স্টেডিয়ামে দর্শকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, খাবারের বিভিন্ন প্যাকেট সংগ্রহ করে বড় পলিথিনে রাখেন তারা। ময়লার ব্যাগগুলো কাঁধে করে নিয়ে গিয়েছিলেন বাইরেও।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার-ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিলেন তারা। যদিও সেদিন তাদের দল খেলেনি।

উদ্বোধনী ম্যাচে তাদের এই দৃষ্টান্তমূলক কাজের একটি ভিডিও করেছিলেন ওমর আল ফারুক নামের বাহরাইনের অনুপ্রেরণা দানকারী এক ব্যক্তি। তিনি জাপানের এক সমর্থককে জিজ্ঞেস করছিলেন কেন তারা এই কাজ করছেন।

- বিজ্ঞাপন -

উত্তরে বলেছিলেন, জাপানিরা আমাদের আবর্জনা যেখানে-সেখানে ফেলে যাই না। নির্দিষ্ট স্থানেই ফেলি। কেননা আমরা প্রতিটা স্থানকে সম্মান করি।

ওমর আল ফারুক তাদের কাজ দেখে ও কথা শুনে নিজেই অনুপ্রাণিত হয়ে তাদের সঙ্গে মহৎ এই কাজে নেমে পড়েন। তবে শুধু এবারই নয়, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিল জাপানের ফুটবল সমর্থকরা। তাদের এমন উদ্যোগ সেবারই নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!