কবি গণেশ ভট্টাচার্যের ছয়টি কবিতা

গণেশ ভট্টাচার্য
গণেশ ভট্টাচার্য
2 মিনিটে পড়ুন

অভয়ারণ্য

ছড়ায় স্মৃতির ধুলোবালি
ধুলো মাখি
উচ্চারণ করি মাটি-

মাটি যেন
আমার দুঃখ পাওয়া
বিবর্ণ বয়স্ক সেই মা-টি!

ছাই

অবাক হয়ে দেখি
দুঃখ তোর দুরূহ বাঁক খুঁজে
তাকিয়ে আছে আমার দু’ টি চোখে

ছড়িয়ে পড়ে আলোর ধারাপাত
একটুখানি বিষণ্নতা মেখে

মানুষ কেমন বোকা হচ্ছে রোজ
মেনে নিচ্ছে দুর্নীতির খেলা
মেনে নিচ্ছে ধর্ষণের স্রোত

মানুষকে রোজ বোকা বানায় কিছু মানুষ
নতুন কোনও শব্দ দিয়ে
জাল বিছিয়ে

দুঃখ তোর
লুকিয়ে থাকে দুরূহ বাঁকে
তাকিয়ে দেখি তাই
হৃদয় থেকে ঝরে পড়ছে মন,
ভালবাসার ছাই।

ওজন

যে সহ্য করেছে খিদে
সে জানে খাবার কত মূল্যবান;

যে সহ্য করেছে ঘৃণা
সে- ই জানে
ভালবাসা কত দামী হতে পারে।

আগুন ও জটিলতা

জটিলতা হালকা আগুন হয়ে
জ্বলে উঠলে
আমি আগুনকেই জটিল ভেবে বসি-

যদিও আগুন
পুড়িয়ে ছারখার করে দিতে পারে
সব জটিলতা।

ভৈরবী

কখনও দেখেছ প্রকৃতি কি?
যদি পারো , ফুলের রাজ্যে দিও উঁকি।

যদি আকাশ- বাতাস ছোঁড়ে হাসি
তুমি বাজিও তখন ভাঙা বাঁশি
যদি রোদের গন্ধ কাছে আসে
তুমি বোলো , অনামিকা ফুল ভালবাসে…

অনামিকা রোজ ভোরে উঠে
ভোরের পাখিকে ডেকে তোলে-

অনামিকা ভোর খোঁজে বলে
এখনও তোমার কথা ভাবে
যে দিন ও ভোর খুঁজবে না
সে দিন তোমাকে ভুলে যাবে।

প্রবাহ

আপনি ফিরে তাকাবেন , আমি ভাবতেই পারিনি
আপনার চোখে এত ক্রোধ , এত রেগে থাকা সবসময়।
আমার দিকে তাকালে আপনার কোনও ক্ষতি হবে না কি!

আপনি কখনও বাগানবাড়ি দেখেছেন?
পুকুর , চারিদিকে আম জাম নারকেল গাছ … ছাড়িয়ে হাঁটুন
পেয়ে যাবেন দিগন্তবিস্তৃত মাঠ। আরও হাঁটুন , কি সুন্দর ধানখেত…
জানেন ওই সুন্দর বাগানবাড়ির একটি ঘরে
একদিন দুপুরে
অনিরুদ্ধ আমাকে …

আমি পাখির ডাক শুনতে পেয়েছি তখন

জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেছি
একটু একটু করে হারিয়ে যাচ্ছে দুপুর।
আর দুপুরের ভিতরে ঢুকে পড়ছে আমার
অনির্বচনীয় মন।

আপনাকে বলতে পেরে হালকা লাগছে
মনটা ভারি হয়ে ছিল
অনিরুদ্ধর কোনও পাত্তা নেই
ও এখন অন্য কারও সঙ্গে

… তবু আপনি ফিরে তাকালেন, কি আশ্চর্য
আপনার উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে
আমি ভেবে চলেছি
আপনার ছোঁয়ায় আমার অস্পষ্ট মন জ্বলে উঠবে আবার!

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
মূলত কবিতা এবং গল্প লেখেন । ছোট বয়স থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত । এ পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ এবং একটি গল্পগ্রন্থ প্রকাশ পেয়েছে । সাহিত্যে নিবেদিত প্রাণ । ব্যাঙ্কের চাকরি থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত । পাঠক হিসেবে সর্বভূক। নিভৃত জীবনই বেশি পছন্দের ।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!