কবি মহীতোষ গায়েন এর ছ’টি কবিতা

ড. মহীতোষ গায়েন
ড. মহীতোষ গায়েন
3 মিনিটে পড়ুন
সাময়িকী আর্কাইভ

বর্ষামঙ্গল

বৃষ্টিভেজা দুপুর আমাদের
হাতছানি দিয়ে ডাকে,
ভালোবাসার মানুষগুলো
কৃষ্ণচূড়ার ডালে ঝুলিয়ে
রেখেছে আমাদের অভুক্ত লাশ।

আমরা তরবারি শাণ দিয়ে
বৃষ্টির ধারায় সিক্ত হয়ে অবিরাম ঘুরছি,
শান্তি আর গণতন্ত্রের জন্য যারা লড়াই
করছে তাদের দেব বলে।
অসহায় মানুষের সুখ আর শান্তি
যারা কেড়ে নিতে উদ্যত তাদের
প্রতিরোধ করতে আমরা বদ্ধপরিকর।
তাই মরে যাওয়ার আগে নিজের
অজান্তেই এভাবেই সত্যবদ্ধ
অঙ্গীকারে আমাদের বেঁচে থাকতে হয়।

লড়াই

যদি মেঘ হয় ঘন কালো, বলে দিও ভয় পাই না
যদি ঝড় ওঠে মাতাল, বলে দিও সিদ্ধান্তে অটল
যদি বৃষ্টি পড়ে ভীষণ, বৃষ্টিতে ভেজাবে সারা দেহ
নাইবা আসুক প্রেম, নারী, প্রেমিক হতে বাধা নেই।

সঠিক উচিত কথা সব সময় বলতে নেই তা জানি
পারিনা, কারণ বুকের বামদিকে চে, ডানদিকে গান্ধী,
সদা সত্য কথায় মর্যাদা কমে, আর মিথ্যা অসম্মান
প্রতিবাদ প্রতিরোধে বিপ্লব হয় না, লড়াই চাই লড়াই।

একা এবং একা

দিনের শুরুতে তুমি একা…
দিনের শেষেও তুমি একা;
মাঝে শুধু মায়া,সত্য মিথ্যা,
আড়ম্বর ও নিষ্পলক দেখা।

তবু কেন এত হিংসা বিবাদ ?
কেন ঝঞ্ঝা,বিশ্বাসঘাতকতা?
দিনের শেষেও তুমি একা…
দিনের শুরুতে তুমি একা।

তুমি ধরায় এসেছো একা
তুমি যাবেও একা একাই;
তবে কেন এই আস্ফালন?
কেন এত বাহাদুরি অযথা?

দিবারাত্রির কথা

নব সকাল হয় পাখির ডাকে
সূর্যের রক্তিম আলো চোখে
রাতের স্বপগুলো হারায়…
অঙ্গীকারের ছাপ স্পষ্ট মুখে।

দুপুর গড়িয়ে বিকেল এলো…
চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে;
বুকের মধ্যে চিনচিনে ব্যথা
কারা যেন গোপনে হাঁটছে।

বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে
স্মৃতিরা ভেসে ভেসে আসে,
পাখিরা ফিরে যাচ্ছে বাসায়…
না হওয়া কাজ আসে পাশে।

আশাবরি পূর্ণিমার চাঁদ মাথায়…
রহস্যময় রাত হাতছানি দেয়,
ফেলে আসা দিনের কাহিনিরা
গভীরভাবে জায়গা করে নেয়।

অঙ্কন

মুখ এঁকেছি মুখ, কিসের অত ভয়
মুখ এঁকেছি মুখ, মুখের হবে জয়;
মুখ এঁকেছি মুখ, কিসে তোমার সুখ?
মুখ এঁকেছি মুখ, সুখে ভরুক বুক।

ভয় চলেছে দূরে
শান্তি গানের সুরে,
লড়াই জারি রাখো
জয়ের ছবির আঁকো।

সুখের ঘরে ফেউ
আঘাত করে কেউ,
দিন চলছে বেশ,
বিপদ বাধা শেষ।

ঝরাপাতার স্বরলিপি

কথা দিয়েছিলাম, রাখতে পেরেছি এটাই তৃপ্তি…
আর কিছু পাওয়া না পাওয়া তাতে যায় আসে না,
অবিরাম ছায়ার সাথে হেঁটেছি, ছায়াও ঠকিয়েছে।

অবিরাম বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিও চলে গেছে ছেড়ে
অবিরাম আশা নিয়ে চলেছি, ঠকেছি, হোঁচট খেয়েছি,
অবিরাম ভালোবাসাহীন ফুলের সাথে কেটেছে ক্ষণ।

কখনো কি কারোর মনে হয়নি যে, সহজ সরল
একজন ভালো মানুষ সবার কাছে ঠকতে ঠকতে
শেষে একদিন সে ভয়ঙ্কর জটিল হয়ে যেতে পারে!

আকাশে উঠেছে তারা, চাঁদের হাসি বিঁধেছে শরীরে,
কত গ্রীষ্ম পার করেছি বর্ষার জন‍্য, কত বর্ষা পার
করেছি শরৎ-এর জন‍্য, শিউলির ডালে মরেছে কুঁড়ি।

হেমন্তের মাঠে মাঠে ছুটেছি, ঝরা ফুল কুড়িয়েছি
শীতের শিশির গায়ে মেখে খুঁজেছি কাঙ্ক্ষিত সুখ,
বসন্ত বাতাসে বনফুল খোঁপায় গুঁজেও ঠকেছি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
ড. মহীতোষ গায়েন (প্রাবন্ধিক,গ্রন্থকার,কবি ও সাংবাদিক) উপাধ্যক্ষ-সিটি কলেজ,কলকাতা। কল‍্যানী বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ ওপেন এ্যান্ড ডিস্ট‍্যান্স লার্নিং-এর (এম.এ ক্লাসের) অধীন অতিথি অধ্যাপক।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ ডিস্ট‍্যান্স এডুকেশন(এম.এ ক্লাস)-এর অতিথি অধ্যাপক। রিসার্চ জার্নাল "আবহমান"এর সাবেক সম্পাদক, গড়িয়া সুচিন্তন সোসাইটি ফর কালচারের ইসি মেম্বার ও সাবেক সহ সম্পাদক। মফস্বল সম্পাদক- দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ, সহ সম্পাদক-রূপসা টাইমস। সাংবাদিক-গ্লোবাল নিউজ, রিপোর্টার-ডেইলি হ‍্যান্ট নিউজ,অল ইন্ডিয়া মিডিয়া নিউজ, যুগ্ম কর্ণধার ও সম্পাদক-উৎস মানুষ নিউজ। ভূতপূর্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামারপুকুর কলেজ। কলকাতা ঢাকা মৈত্রী পরিষদের সাবেক সম্পাদক। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের এক্সিকিউটিভ কমিটির নির্বাচিত মেম্বার। পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য পরিষদ,করপাস রিসার্চ সেন্টার, ইতিহাস একাডেমি ঢাকার আজীবন সদস্য। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের নব নির্বাচিত সহ সম্পাদক,গড়িয়া সুচিন্তন সোসাইটি ফর কালচারের নব নির্বাচিত সম্পাদক। ১৯৮২ থেকে লেখালেখি শুরু, প্রথম ছড়া দিয়ে লেখার হাতেখড়ি, "গাভাস্করের সেঞ্চুরি" নামে ছড়া ন‍্যাজাট ছড়া কার্ডে প্রকাশিত হয়। পিতা বিনোদ বিহারী গায়েন,যিনি ২৪পরগনায় ৫২টি স্কুলের প্রতিষ্ঠাতা ও মাতা যমুনা বালা গায়েনের কনিষ্ঠ পুত্র।কলকাতার সিটি কলেজ থেকে ইতিহাস অনার্স,এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম,এ,বি.এড ।১৯৯৭ এ প্রথম কর্মজীবন শুরু স্কুলের শিক্ষকতা দিয়ে এরপর ২০১০ থেকে কামারপুকুর কলেজে অধ‍্যাপনা, বর্তমানে সিটি কলেজের অধ্যাপক ও উপাধ্যক্ষ।এ পর্যন্ত ৪টি কাব‍্যগ্রন্থ প্রকাশিত; (১)অস্থির সময়,নষ্ট প্রেম ও কিছু নিষিদ্ধ কবিতা,মডেল পাবলিশার্স, কলকাতা পুস্তকমেলা-২০০৪ (২) হৃদয়ে রক্তপাতের শব্দ,প্রতিভাস,কলকাতা,২০০৭ ৩)আয় বৃষ্টি হৃৎকমলে,রূপালি পাবলিশার্স,২০১৮কলকাতা পুস্তকমেলা (৪)অস্থির সময়ের দিনলিপি-চান্দ্রভাষ প্রকাশনা,২০১৮কলকাতা পুস্তকমেলা এছাড়া ৯টি গ্রন্থ (৩টি গবেষণা গ্রন্থ) প্রকাশিত। তার মধ্যে একটি গবেষণা গ্রন্থ হল-"গণদর্পণে বাংলা নাটক: নাট‍্য আন্দোলনের ইতিহাস",ঘোষ পাবলিশিং হাউস। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ২৮ টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ৫০ টিরও বেশি সাহিত্য ম্যাগাজিন, পত্রিকা, সংবাদপত্রে নিয়মিত কবিতা, গল্প, নিবন্ধ নিয়মিত প্রকাশিত হয়।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!