14.3 C
Drøbak
শনিবার, আগস্ট ১৩, ২০২২
প্রথম পাতাসাম্প্রতিকঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে আহত ১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে আহত ১০

ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকামুখী লেনে হানিফ পরিবহনের বাসটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, দুটি গাড়িই ঢাকার দিকে যাচ্ছিলো। চালতিপাড়া এলাকায় বাসটি দ্রুত গতিতে ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকে থাকা খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হেলপারসহ কিছু যাত্রী আহত হয়েছেন। আমরা পৌঁছানোর আগেই পাঁচ জনকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকায় নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবজাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। তবে অপর ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে তিন জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) জানান, ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
editor@samoyiki.com

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
sahitya@samoyiki.com

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।