13.8 C
Drøbak
শুক্রবার, আগস্ট ১২, ২০২২
প্রথম পাতাসাম্প্রতিককরোনায় আক্রান্ত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

করোনায় আক্রান্ত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে শান্তিনিকেতনের নিজ বাসভবন প্রতীচীতেই আইসোলেশনে আছেন তিনি।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১ জুলাই বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজ বাসভবনে ফেরা অমর্ত্য সেন বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। এমনিতে ৮৯ বছর বয়স্ক এই বাঙালী অর্থনীতিবিদের বার্ধক্যজনিত অসুস্থতা রয়েছে। এ পরিস্থিতিতে তাই চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই কোভিড টেস্ট করান তিনি এবং সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

ঘনিষ্টজনদের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, শনিবার শান্তিনিকেতন থেকে কলকাতায় যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা ছিল। তারপর ১০ জুলাই, রোববার তার যাওয়ার কথা ছিল লন্ডন।

কিন্তু করোনার কারণে সব বাতিল করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন ১৯৯৭ সালে নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ।

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
editor@samoyiki.com

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
sahitya@samoyiki.com

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।