কবি বিপ্লব ঘোষের ছ’টি কবিতা

বিপ্লব ঘোষ
2 মিনিটে পড়ুন
সাময়িকী আর্কাইভ

নতুন জীবন

শোক, দুঃখ মারতে চেয়েছে বারবার
আমি নদী পাহাড়ে গিয়েছি
ভুলবার জন্য।
পালিয়ে গিয়ে পালাতে চেয়েছি
পৌঁছতে গিয়ে পৌঁছেই দেখি
পথ আরো সুদূরে মেলালো
আমি আগুনকে জ্বলতে না দিয়ে
আগুন রেখে দুরে থেকেছি
আমি মরণকে না মেরে
বাঁচতে চেয়েছি
আমার যন্ত্রণা যা সব নিজের
কেউ এসে নিবিয়ে দেবে না
সত্যের সামনে দাঁড়িয়ে যেদিন
দুহাতে আঁকড়ে ধরে আঁধার পেরিয়ে
নতুন জীবনের আলোয়…
সেদিন পাবো পথের দেখা।

চলে যাবো

তুমি আমাকে দিলে প্রশ্রয়
তবে কেন হলো না আশ্রয়!
তুমি শিখিয়েছো অপেক্ষা
তবে কেন দিলে এ-প্রাণে উপেক্ষা!
এবার দেখো চলে যাবো দূরে
নৌকো ভিড়েছে তো বটের ছায়ায় তীরে
মাঝি হয়ে চলে যাবো নীড় ছেড়ে
দেখো চলে যাবো কী হবে আর ফিরে!
দেখো চলে যাবো উনুন ভেঙে
ভুলে যেয়ো একদিন আমি এসেছিলাম।

সুখ দিলে সুখ পাবে

কে বলেছে এতো সহ্য করতে তোমায়
এতো দূরে এসে বেপুথো সুরে ভাসলে!
তবে সব কি মায়া, নাকি ছলনা !
তাই যদি হয়,কে বলেছিল আগুন নিয়ে খেলা
আমার পুড়েছে হাত,পা,এবার দেহ দেবো তুলে
ছাই হয়ে নিববে যখন
সেদিনই বুঝবে তখন
সুখ দিলে সুখই পাবে যেমন
দুঃখ দিলে দুঃখ পাবে প্রিয় ।

ছাই

একটা বয়েসের পর মানুষ
কেমন যেন দার্শনিকের মতো
দার্শনিক হয়।

- বিজ্ঞাপন -

একটা বয়েসের পর সবাই
কেমন যেন সন্যাসী ভাব
উদাসীন রাজা।

আসলে এসব কিছু নয়
মনের মধ্যে পুরোন স্মৃতি
সময়ের ডাক।

না হওয়ার, না পাওয়ার
বেদনাগুলো শান্ত নির্জন দীঘি
নীরব হাহাকারের ক্রন্দন।
একটা জীবনে চারটি জীবন লাগে
শুধু ছাই হয়ে
জেগে উঠতেই যতটুকু।

জীবন নদীর ঢেউ

অনেকদিন থেকে গেলে পর
সব কিছুই বেশি পাওয়া
যখন সময় থাকে হাতে
কারুর আর মনে থাকে না।

অনেকদিন থাকলে পর
অনেকেই দূরে চলে যায়
কেউ কেউ চোখের আড়ালে,দূর দেশে
জীবন নদীর ঢেউ ছুঁয়ে যায়।

- বিজ্ঞাপন -

উদাস বাউল

সবাই ভাবে উদাস বাউল
একা একা হেঁটে যায় পথে
মনের আনন্দে খোঁজে কারে
পায় না বলে বিভোর থাকে
আমি যে কোথায় পাবো তারে!

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
কবি ও লেখক।
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!