টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার টুয়েলভ নিশ্চিত করার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।
মাসকাটের আল আমিরাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। সমীকরণে এই ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে অন্তত ৩ রানের ব্যবধানে ম্যাচ জিতলেই পরের পর্ব নিশ্চিত হবে টাইগারদের।
যদি ইতিহাস গড়ে বাংলাদেশের বিপক্ষে জয় পায় পিএনজি। তাহলেও সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকবে টাইগারদের সামনে। সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের হারের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ ১০ রানে হারলে ওমানকে স্কটল্যান্ডের কাছে হারতে হবে অন্তত ১৩ রানে। এই সমীকরণ মিললে ওমানের সঙ্গী হিসেবে শেষ ১২-তে পা রাখবে মাহমুদউল্লাহ রিয়াদরা। তখন বাদ পড়বে স্কটল্যান্ড।
পাপুয়া নিউগিনি ম্যাচে বাংলাদেশের মাথা ব্যথার বড় কারণ ওপেনার লিটন দাস। বাংলাদেশের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের মতে অতিরিক্ত প্রত্যাশাই কাল হয়েছে লিটনের।
সংবাদ সম্মেলনে অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘প্রস্তুতি ম্যাচে নাঈমের সাথে লিটনের শতরানের পার্টনারশিপ ছিল। শেষ দুই ম্যাচে ও রান পায়নি। এখন আপনি যদি কাউকে এই প্রজন্মের সেরা প্রতিভাবান বলেন তাহলে সেটা তার ওপর চাপ হয়ে দাঁড়ায়। শুধু আমিই নই, সব কোচরাই ওকে ফর্মে ফেরাতে সাহায্য করছে। লিটনের ওপর আমাদের বিশ্বাস আছে।’
মিডল অর্ডারে সিনিয়রদের পর জুনিয়ররাও ব্যর্থ পরীক্ষায়। ওমান ম্যাচে মাহেদী, আফিফ, সোহানদের আউট বিগ শটে বাংলাদেশের দুর্বলতার বহিঃপ্রকাশ। বলতে গেলে সাকিব-মুস্তাফিজেই ওমান জয় বাংলাদেশের। যা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের সুপার টুয়েলভের আশা।
আসরে নবাগত দল পাপুয়া নিউগিনি। প্রথম দুই ম্যাচ হারলেও রান রেট সমীকরণে এখনো টুর্নামেটে টিকে আছে দলটি। বাংলাদেশের সাথে খেলা নিয়ে উচ্ছ্বাসিত পিএনজি ব্যাটসম্যান চার্লস আমিনি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। এটা করতে পারলে পিএনজির জন্য ইতিহাস হবে। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় দল বাংলাদেশ। তারা ভালো ফর্মে আছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে এসেছে। প্রথম ম্যাচ হারলেও এখন ঘুরে দাঁড়িয়েছে।’