ভোলার চরফ্যাশনে যুবককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
3 মিনিটে পড়ুন
ছবি: সংগৃহীত।

মাদক দিয়ে আল আমিন নামের এক যুবককে ফাঁসাতে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৭ জুলাই) বিকেলে ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের নতুন সুলিজ এলাকায় মৎস্য ঘাটে। খবর পেয়ে চরফ্যাশন থানার ওসি ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ওই পুলিশ সদস্যসহ অবরুদ্ধদের উদ্ধার করেন।

যুবক আল আমিন বলে, শনিবার বিকেলে নতুন সুলিজ মৎস্য ঘাটে আমি আমার বাবার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আইমা ফিশ এ যাই। ওই সময় চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আড়ৎ থেকে আমাকে আটক করে হাতকড়া পড়িয়ে থানায় আনার চেষ্টা করেন। আমাকে আটকের কারণ জনাতে চাইলে তার সঙ্গে মাদক আছে বলে জানান এসআই সিদ্দিকুর রহমান। এ সময় তিনি কৌশলে আমার প্যান্টের পকেটে মাদক দেওয়ার চেষ্টা করেন। মাদক দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আমার বাবার মৎস্য আড়ৎ থেকে ৫ লাখ টাকা ও তার ব্যবহৃত ৬৪ হাজার টাকা দামের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান তিনি।

আল আমিনের চাচা ওমর ফারুক বাবুল মিয়া জানান, আড়তে হঠাৎ পুলিশ হানা দিয়ে সাথে মাদক আছে বলে আলামিনকে আটক করে। কিন্তু, স্থানীয়দের সামনে তল্লাশী করে সাথে কোনো মাদক পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দিলেও স্থানীয় ব্যবসায়ীরা ওই সময় চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে চরফ্যাশন থানার ওসি ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যান এবং তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন।

স্থানীয়-ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় রাতেই এসআই সিদ্দিকুর রহমানসহ কিছু পুলিশ সদস্য ওই মৎস্য ঘাটে হানা দেন। সাধারণ ব্যবসায়ী, জেলে এবং যুবকদের মাদক মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। টাকা না দিলে আটক করে থানায় নিয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করেন।

- বিজ্ঞাপন -

উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান মাদক দিয়ে ফাঁসানো অভিযোগ সঠিক নয় দাবী করে জানান, ওই যুবকের কাছে মাদক আছে এমন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে আটক করলে স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়, এজন্য তল্লাশী করতে পারিনি। বিক্ষুব্ধ জনতা ঘিরে ধরলে পরিস্থিতি খারাপ দেখে আমার চলে আসি।

চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, ওই যুবকের কাছে মাদক আছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক অভিযানে যায়। স্থানীয়রা পুলিশকে ঘিরে ফেললে আল আমিন তার সাথে থাকা মাদক ফেলে দেয়। এজন্যই তার কাছে মাদক পাওয়া যায়নি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!