6.3 C
Drøbak
শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১
প্রথম পাতাসাম্প্রতিকসিলেটভূমিকম্পে ফের কাঁপল সিলেট

ভূমিকম্পে ফের কাঁপল সিলেট

বাংলাদেশের সিলেটে সাড়ে তিন ঘণ্টায় সিলেটে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুর ২টায় সর্বশেষ ভূ-কম্পন অনুভূত হয়। দফায় দফায় ভূ-কম্পনের কারণে সিলেটের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।এত ঘন ঘন ভূ-কম্পন এ অঞ্চলে আগে কখনো অনুভূত হয়নি বলে জানিয়েছেন নগরের খাসদবির এলাকার বাসিন্দারা। আবহাওয়য়া অফিস জানিয়েছে,এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।

চার দফায় সিলেটে ভূ-কম্পনের তথ্য নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, সিলেটে চার দফায় ভূ-কম্পন অনুভূত হয়েছে।

ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি।এর উৎপত্তিস্থল সিলেট।তিনি আরও বলেন,প্রথমে ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ এবং ১১টা ২৯ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। এছাড়া দুপুর ২টায় চতুর্থ দফায় আবারও ভূমিকম্প অনুভূতি হয়। সর্বশেষ দফার ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল এখনো জানা যায় নি। তবে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।