বরিশাল বিভাগে টিকার মজুদ ফুরিয়ে আসছে, চলবে আর মাত্র ৯ দিন

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

বরিশালে বিভাগে ফুরিয়ে আসছে টিকার মজুদ। বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে যা টিকা আছে তা দিয়ে আর মাত্র ৯ দিন চলবে।

এর পরে যাদের টিকা পাওনা থাকবে তাদের বিষয়ে নতুন কোন নির্দেশনা আসেনি বলে তারা নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বরিশাল বিভাগে মোট টিকা এসেছে ৪ লাখ ২৯ হাজার ৮২৩ ডোজ।

এর মধ্যে প্রথম ডোজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০০ টি। দিতীয় ডোজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৫২০ টি।

এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ২০০ টি ব্যবহার করা হয়েছে, বাকী আছে ২৯ হাজার ৩২০ টি।

বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় এখনও প্রায় লক্ষ মানুষ বাকী আছেন যারা প্রথম ডোজ নিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান,‘ নতুন টিকা আসার কথা আমরা শুনেছি, তাদেরকে নতুন টীকা দেয়া হবে নাকি আবার রেজিষ্ট্রেশন করতে হবে, সে ব্যাপারে কোন সিদ্ধান্ত আমাদের কাছে আসে নি। বিদ্যমান টীকা দিয়ে আমরা আর ৯ দিন চলতে পারব।

টীকা ফুরিয়ে আসায় এ নিয়ে সৃষ্ট জটিলতা বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায় থেকে আসবে বলে তিনি জানান।

বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় এই মুহুর্তে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার মানুষ টীকা গ্রহণ করছেন।

বিভাগীয় স্বাস্থ্য্য অফিস জানিয়েছে এ পর্যন্ত ১৪ হাজার ৯৫১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এর মধ্যে ১২ হাজার ৫৮৩ জন সুস্থ হয়েছেন, মারা গেছে ২৭২ জন।

এদিকে সব মানুষ কে বিনা পয়সায় সঠিক সময়ে টীকা দেয়ার আহবান জানিয়েছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সোমবার নগরীরর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে তারা এ দাবী তোলে। তারা দাবী জানায় দরকার হলে বিকল্প উৎস ব্যবহার করে হলেও টিকাদান কর্মসূচী চালিয়ে যেতে হবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!