সাময়িকী.কম
ফুরোচ্ছে সময়;
একুশ- তুমি হারালে কোথায়?
তুমি কি আজ বন্দী শুধুই আনুষ্ঠানিকতায়?
চেতনা কেন পাই না তব, সময় কি এসেছে হারাবার? লাঞ্চিত আমার শহীদ ভাইয়ের দান?
কুন্ঠা কেন তবে অবাধ উল্লাসে প্রকাশিতে আজ বাংলার জয়োগান! বাংলা! সে তো আজ স্বাধীন নয়; ইংরেজির জালে বন্দী। সময় এসেছে একুশ-
তুমি ফিরে এসো! সংখ্যা হয়ে থেকো না আর; রক্তের ধারা হয়ে ভেসো। যে রক্তের বিনিময়ে পেয়েছি আমরা ভাষা; যে রক্ত ছুঁয়ে শপথ করেছে আমার বিধবা মা,