আজিম আকাশ এর দুটি কবিতা

ফয়সাল কবির
ফয়সাল কবির - ভারপ্রাপ্ত সম্পাদক
2 মিনিটে পড়ুন
আজিম আকাশ
সাময়িকী.কম
%25E0%25A6%2586%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25AE%2B%25E0%25A6%2586%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%2B%25E0%25A6%258F%25E0%25A6%25B0%2B%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A6%25BF%2B%25E0%25A6%2595%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A6%25BE আজিম আকাশ এর দুটি কবিতা


চলৎ চলৎ
 
চলৎ চলৎ চরণ তব চপলা যখন
চন্দ্রালোকে ভরে মন ঐ রূপ দর্শন;
দুরু দুরু করে মন শুধু আনচান
মিটে না পিয়াস তবুও কিছুতেই
শত দর্শনে ঐ অনিন্দ্য চাঁদবদন।
চাতক পাখির মত সুদূরে দৃষ্টি রয়
তোমার চলন যেন স্মৃতির শ্মশাণ;
যেন তোমার চরণ ধূলি হৃদয়ের
কাঙ্খিত কোন চাতাল উঠান।
চক্রবত পৃথিবীর মেঠো পথ বাঁকে
বেশামাল লাগে তোমার ঠমক;
চলনে তোমার কি যে কারুকাজ
বিমোহিত আঁখিতে ইন্দ্রজালের
মত লাগে অজানা-অচেনা চমক।
চন্দ্রাংশ, চন্দ্রতাপ, কত চাঁদোয়া
তোমার চরণে খায় লুটোপুটি;
যেন আলতা রাঙ্গা দু’টি চরণ
চিরকাল আঁধারকে পেরিয়ে
কেবলই আলোর পথে ছুটোছুটি।
তোমার ক্লান্তিহীন ছুটে চলা
মোর হৃদয়কে করে স্বপ্নাক্রান্ত;
চেয়ে দেখ একবার পিছু ফিরে
কতটা ব্যাকুল হয়ে অধীর চিত্তে
তব প্রেমের তৃষায় কতটা ক্লান্ত—।
 
 
সরলতার প্রতিমা
 
ধরণীর বুকে পৃথিবীর আলো-ছায়ায়
যেদিন এসেছিলে তুমি রিক্ত হস্তে,
জননীর কোলজুড়ে ছিল রাশি রাশি
নীল চাঁদোয়ার কষ্টার্জিত নির্মল হাসি।
 
যে হাসির আড়ালে লুকানো ছিল
দশ মাস দশ দিন মাতৃ গর্ভে ধারণ-
করার নিদারুন কষ্টের আহাজারি,
কত কষ্ট-কত যন্ত্রনা সয়ে সয়ে
সৃষ্ট্রার ইশারায় ভবে সৃজিলেন যিনি;
সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে-
অধিষ্ঠিত সেইতো জননী তিনি।
 
তিনি বিশ্ব জগতের তথা সৃষ্টির
শ্রেষ্ঠতম মহিয়সী এক মানবী-
যেন সরলতার এক মূর্ত প্রতিমা;
স্রষ্টার পরে ভক্তি ও শ্রদ্ধাসহ যাকে
হৃদয়ে স্থান দেয়া যায় সেইতো মা।
 
পৃথিবীর সমস্ত সরলতা যেন তার
দেহের ভান্ডারে সঞ্চিত রাশি রাশি,
সন্তানের তরে ধরণীর বুকে তিনি
কত কষ্ট-কত লাঞ্ছনা, যন্ত্রনা সয়ে
জীবন যুদ্ধে করেন সংগ্রাম আমরণ;
তব মুখে ফোটাতে একটু চাঁদের হাসি
দু:খকে করেন তিনি সাদরে বরণ।
 
শত কষ্টকে বুকে মাটি চাপা দিয়ে
বেঁচে থেকেও যেন জীবন্মৃত শ্মশান;
তবু সন্তানের কাছে বিম্বিসার এই
ধরার বুকে পায় না ততটুকু সন্মান।
 
এসো মোরা তবে, হাতে হাত রেখে-
কাঁধে কাঁধ মিলিয়ে, করি সতত পণ;
জননীর প্রতি সন্তানের অধিকার-
নির্দ্ধিধায় করবো প্রতিষ্ঠা, অনুক্ষণ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: ফয়সাল কবির ভারপ্রাপ্ত সম্পাদক
অনুসরণ করুন:
কর্মজীবী এবং লেখক
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!