ঘূর্ণিঝড় মিধিলি: বাংলাদেশে ৬ জনের মৃত্যু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
7 মিনিটে পড়ুন
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে উপকূল এলাকার বহু গাছ উপড়ে গেছে। ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় মিধিলি: বাংলাদেশে ৬ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশের উপকূলে আঘাত হানা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ দুপুর ১২টার দিকে বরিশালের খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করে। বিকেল ৩টার দিকে এটি উপকূল অতিক্রম শেষ করে দুর্বল হয়ে পড়ে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়।

এতে ঘরের দেয়াল ধসে কক্সবাজারের টেকনাফে একই পরিবারের চারজন এবং গাছের ডাল পড়ে টাঙ্গাইল ও চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপকূলীয় বিস্তীর্ণ এলাকার ক্ষেতের ধান নুয়ে পড়েছে। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুতের বহু খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

- বিজ্ঞাপন -

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীতে। বিকেল ৩টা ৪০ মিনিটে সেখানে ১০২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়—২৪৯ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঘূর্ণিঝড়টির চরিত্র বিশ্লেষণ করে গত রাতে বলেন, সব মিলিয়ে ঘূর্ণিঝড়টি তেমন শক্তিশালী ছিল না। শুধু একটি জায়গায়ই (পটুয়াখালী) বাতাসের গতিবেগ ১০২ কিলোমিটার পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে মূলত বৃষ্টি বেশি হয়েছে। আজ শনিবার বৃষ্টি অনেকটাই কমে যাবে।

এরপর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় রাতের তাপমাত্রা কমবে। ফলে শীতের অনুভূতি কিছুটা বাড়বে।

ঘূর্ণিঝড় মিধিলি: বাংলাদেশে ৬ জনের মৃত্যু
গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। ছবি সংগৃহীত

টাঙ্গাইল : বাসাইলে গাছের ডাল পড়ে রাজ্জাক মিয়া (৪০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাজ্জাকের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামে। বাসাইলে কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন তিনি।

- বিজ্ঞাপন -

চট্টগ্রাম : গাছের ডাল ভেঙে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বাকলিয়াসহ নিম্নাঞ্চলে সড়কে পানি ওঠায় দুর্ভোগে পড়ে মানুষ। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ ছিল ছয় ঘণ্টা। এ ছাড়া সারা দিনই চট্টগ্রামে মাঝারি থেকে ভারি বৃষ্টি ছিল।

চট্টগ্রামের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদারবলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গাছের ডাল পড়ে আব্দুল ওয়াহাব (৭৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে আর কোনো ক্ষয়ক্ষতির খবর তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঘূর্ণিঝড়টির চরিত্র বিশ্লেষণ করে গত রাতে বলেন, সব মিলিয়ে ঘূর্ণিঝড়টি তেমন শক্তিশালী ছিল না। শুধু একটি জায়গায়ই (পটুয়াখালী) বাতাসের গতিবেগ ১০২ কিলোমিটার পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে মূলত বৃষ্টি বেশি হয়েছে। আজ শনিবার বৃষ্টি অনেকটাই কমে যাবে।

- বিজ্ঞাপন -

এরপর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় রাতের তাপমাত্রা কমবে। ফলে শীতের অনুভূতি কিছুটা বাড়বে।

ঘূর্ণিঝড় মিধিলি: বাংলাদেশে ৬ জনের মৃত্যু
ঘূর্ণিঝড়টির অগ্রভাগ দুপুর ১২টার দিকে বরিশালের খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করে। বিকেল ৩টার দিকে এটি উপকূল অতিক্রম শেষ করে দুর্বল হয়ে পড়ে। ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ ছিল ছয় ঘণ্টা

বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপত্সংকেত দেখাতে বলা হয়েছিল। এরপর বন্দর নিজেদের নিয়ম অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করে। চট্টগ্রাম বন্দরে গতকাল সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পণ্য ওঠানামা বন্ধ ছিল।

বরগুনা : ভারি বর্ষণ ও থেমে থেমে দমকা বাতাসে বরগুনায় সহস্রাধিক গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। আমন ধানগাছ ও বিস্তীর্ণ এলাকার শীতকালীন সবজিক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছপালা ভেঙে গেছে এবং অনেক গাছপালা ভেঙে বাড়িঘরের ওপর পড়েছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

বাগেরহাট : বিভিন্ন এলাকায় বিদ্যুতের ৬৬টি খুঁটি, ছয়টি ট্রান্সফরমার, ২৫টি ক্রস আর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৪১টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। গতকাল সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাগেরহাটে পল্লী বিদ্যুতের এক লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল।

খুলনা : বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল বিকেল ৪টা পর্যন্ত দমকা বাতাস ও মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া জেলার উপকূলীয় দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, মিধিলির প্রভাবে মহানগরীসহ উপকূলীয় এলাকায় মাঝারি আকারের বৃষ্টিপাত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও গতকাল সকাল ৬টা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়।

ঘূর্ণিঝড় মিধিলি: বাংলাদেশে ৬ জনের মৃত্যু
ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। ছবি সংগৃহীত

গতকাল দুপুর ১২টা পর্যন্ত জেলার শরণখোলা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুই হাজার নারী-পুরুষ আশ্রয় নেয়। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপত্সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় ১০টি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। দুর্গত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য ৩৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়।

ব‌রিশাল : বরিশালে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিভাগে তিন হাজার ৯৭৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। উদ্ধারকাজে বরিশাল বিভাগের পাঁচ জেলায় ৩২ হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত ছিলেন।

ভোলা : আমন ধানগাছ শুয়ে পড়েছে। প্রায় সব জমিতেই এক থেকে দেড় ফুট পানি জমেছে। এ ছাড়া রবিশস্য পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসময়ে বৃষ্টি ও বাতাসের কারণে সবজিক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় রয়েছেন চরাঞ্চলের চাষিরা।

এদিকে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে চার জেলে নিয়ে একটি মাছধরা জেলে ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনায় তিন জেলে জীবিত উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলের নাম বাদশা মিয়া (৫০)। তাঁর বাড়ি উপজেলার মলংচড়া ইউনিয়নে। গতকাল দুপুরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

গলাচিপা (পটুয়াখালী) : এক-তৃতীয়াংশ পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। পাশাপাশি অতিবৃষ্টির ফলে ধানক্ষেতে পানি জমে গেছে। এতে কৃষকের মারাত্মক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে উপজেলার রতনীতাতলী ইউনিয়নের গলাচিপা-চরকাজল সড়কে গাছ উপড়ে সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!