বিশ্বে চিকুনগুনিয়ার প্রথম টিকা অনুমোদন করল যুক্তরাষ্ট্র

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়।ছবি সংগৃহীত

বিশ্বে চিকুনগুনিয়ার প্রথম টিকা অনুমোদন করল যুক্তরাষ্ট্র

মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে বিশ্বে প্রথম টিকা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

বিশ্বে জনস্বাস্থ্যে চিকুনগুনিয়াকে ‘উদীয়মান ঝুঁকি’ হিসাবেই গণ্য করে আসছে এফডিএ। তাদের অনুমোদন দেওয়া টিকাটির নাম ‘ইক্সচিক’।

বিশ্বে চিকুনগুনিয়ার প্রথম টিকা অনুমোদন করল যুক্তরাষ্ট্র
টিকাটি তৈরি করেছে ইউরোপের ভালনেভা সংস্থা। ছবি সংগৃহীত

চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। এ রোগের উপসর্গ হল জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা। নবজাতকদের জন্য এ রোগ প্রাণঘাতীও হতে পারে।

এফডিএ-র অনুমোদনের ফলে বিশ্বে শিগগিরই এই টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ‘ইক্সচিক’ নামের এই টিকা তৈরি করেছে ইউরোপের ভালনেভা সংস্থা। এটি এখন বাজারজাত করা হবে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন শুক্রবার বলেছে, যাদের বয়স ১৮ কিংবা তার বেশি এবং যারা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকিতে আছেন, তাদের জন্য এ টিকা অনুমোদন করা হয়েছে।

চিকুনগুনিয়া আক্রান্ত হলে প্রাথমিক লক্ষণ হিসেবে অনেক জ্বর আসে। এছাড়াও থাকে গাঁটে গাঁটে প্রচণ্ড ব্যথা। আফ্রিকা, এশিয়া ও আমেরিকা মহাদেশে এ রোগের প্রকোপ দেখা যায়। মূলত গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে এ রোগের প্রাদুর্ভাব ঘটে বেশি।

বিশ্বে চিকুনগুনিয়ার প্রথম টিকা অনুমোদন করল যুক্তরাষ্ট্র
চিকুনগুনিয়ার রোগের উপসর্গ হল জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা। ছবি সংগৃহীত

বিবিসি জানায়, এবছর বিশ্বে সেপ্টেম্বরে প্রায় ৪৪০,০০০ জনের চিকুনগুনিয়া সংক্রমণ এবং ৩৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকুনগুনিয়ার চিকিৎসা করার জন্য বর্তমানে সুনির্দিষ্ট কোনও ওষুধ নেই। এবছর দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়াতেই বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।

বিশ্বে চিকুনগুনিয়ার প্রথম টিকা অনুমোদন করল যুক্তরাষ্ট্র
চিকুনগুনিয়ার টিকাটি একটি ডোজ নিলেই চলবে। ছবি সংগৃহীত

এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে বলেছেন, “বয়স্ক এবং আগে থেকেই রোগে ভূগছেন এমন মানুষ চিকুনগুনিয়ায় সংক্রমিত হলে মারাত্মক রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।”

চিকুনগুনিয়ার টিকাটি একটি ডোজ নিলেই চলবে। চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করেই টিকা তৈরি করা হয়েছে। অনুমোদনের আগে, এই টিকার দুটি ক্লিনিকাল ট্রায়াল করা হয়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!