ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন
খাদ্য শস্য গম। ছবি রয়টার্স

ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে ইউক্রেইনের বন্দরগুলো দিয়ে দেশটির শস্য রপ্তানির ঐতিহাসিক চুক্তি থেকে সরলো রাশিয়া

সোমবার ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর মেয়াদ না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়া। তার মাত্র কয়েক ঘণ্টা আগে ক্রাইমিয়া সেতুতে হামলায় দুইজন নিহত এবং তাদের শিশু কন্যা আহত হয়।

ইউক্রেইন ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) সোমবার এক বিবৃতিতে বলেছে, ক্রাইমিয়া সেতু ইউক্রেইনের ড্রোন হামলার লক্ষ্যস্থলে পরিণত হয়েছে।

ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ড সংযোগকারী সেতুটিতে স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে ওই হামলা হয়।

- বিজ্ঞাপন -

আইপ্রয়োগকারী সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে জানিয়ে এনএকে থেকে আরো বলা হয়, “এই সন্ত্রাসী হামলায় ক্রাইমিয়া সেতুর সড়ক অংশের ক্ষতি হয়েছে। দুইজন পূর্ণবয়স্ক নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে।”

২০১৪ সালের যুদ্ধে ইউক্রেইনের কাছ থেকে ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া।

ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে একটি শস্যবাহী জাহাজ । ছবি বিবিসি

ক্রাইমিয়া সেতুতে হামলার সঙ্গে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইন থেকে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘‘প্রকৃতপক্ষে, কৃষ্ণ সাগর চুক্তি মেয়াদ আজই শেষ হয়েছে।

“দুর্ভাগ্যবশত, এই কৃষ্ণ সাগর চুক্তিতে রাশিয়া সম্পর্কিত অংশ এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তাই এর বাস্তবায়ন বাতিল করা হয়েছে।”

- বিজ্ঞাপন -
ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া
টানা দেড় বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ। ফাইল ছবি

মস্কো চুক্তির বিপক্ষে নিজের অবস্থানের বিষয়টি তুরস্ক, ইউক্রেইন এবং জাতিসংঘকে অবহিত করেছে বলেও জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর দেশটি থেকে শস্য রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ, রাশিয়া প্রথমেই কৃষ্ণ সাগরে ইউক্রেইনের বন্দরগুলোর দখল নিয়ে নেয়।

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেইন থেকে পণ্যের যোগান বন্ধ হয়ে গেলে তার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে।

- বিজ্ঞাপন -
ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া
শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। প্রতীকি ছবি

লাফিয়ে লাফিয়ে শস্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। সারা বিশ্বে দেখা দেয় খাদ্য সংকট। অন্যদিকে, ইউক্রেইনের গুদামগুলোতে টন টন শস্য পড়ে নষ্ট হতে থাকে।

পরিস্থিতি সামাল দিতে তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেইন থেকে শস্য রপ্তানির বিষয়ে তিন পক্ষের মধ্যে গত বছর একটি চুক্তি হয়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!