উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তিন দেশের পাল্টা মহড়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।ছবি রয়টার্স

উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তিন দেশের পাল্টা মহড়া

উত্তর কোরিয়ার পারমাণিবক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ নৌ মহাড়া চালিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের পাল্টা জবাবে রবিবার বড় ধরনের মহড়ায় নামে এই তিন দেশ।

উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তিন দেশের পাল্টা মহড়া
উত্তর কোরিয়ার একটি অজ্ঞাত স্থান থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ছবি রয়টার্স

দ. কোরিয়া ও জাপানের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় রবিবার মহড়াটি পরিচালিত হয়। তিনটি দেশের এজিস রাডার সিস্টেমে সজ্জিত ডেস্ট্রয়ারকে একত্রিত করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সিউলের নৌবাহিনী।

একজন নৌ কর্মকর্তা জানিয়েছেন, কম্পিউটার-সিমুলেটেড ব্যালিস্টিক লক্ষ্য শনাক্ত এবং ট্র্যাক করার পদ্ধতি নিয়ে অনুশীলনে জোর দেওয়া হয়।

গত বুধবার নিজেদের কোনও জায়গা থেকে ‘হাওয়াসং-১৮’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিম জং উনের দেশ। যা দেশটির সবশেষ উৎক্ষেপণ করা পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটিকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠিন বার্তা বলে হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং

উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তিন দেশের পাল্টা মহড়া
‘হাওয়াসং-১৮’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ছবি রয়টার্স

পিয়ংইয়ং এর আগে তার ভূখণ্ডে ওয়াশিংটনের বিরুদ্ধে গোয়েন্দা বিমান ইস্যুতে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। এরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটে। তার আগে মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিতের হুমকি দেয় দেশটি।

উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তিন দেশের পাল্টা মহড়া
জাপানের হিরোশিমার গ্র্যান্ড প্রিন্স হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপক্ষীয় মহড়ার সময় একজন ব্যক্তি দেশ তিনটির পতাকা উড়াচ্ছেন । ছবি রয়টার্স

দ. কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা সহযোগিতা উন্নয়ন ঘটাতে দ. কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের মহড়া হয়েছে।

যেকোনও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় উ. কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম উপেক্ষা করে যাচ্ছে দেশটি। এতে কোরীয় উপদ্বীপে অস্থিরতা লেগেই আছে।

সূত্র: বিবিসি

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!