তুরস্কে চলছে রান-অফ নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন
পতাকা সাজিয়ে বসে আছেন এক বিক্রেতা ছবি: রয়টার্স

তুরস্কে চলছে রান-অফ নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি

তুরস্কে আজ রোববার (২৮ মে) অনুষ্ঠিত হচ্ছে রান-অফ নির্বাচন। আগামী পাঁচ বছর রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি কেমাল কেলিচদারোগলো দেশ শাসন করবেন এ প্রশ্নে ভোট দিচ্ছেন ভোটাররা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই রান-অফ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এমনকি গত ১৪ মে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন, রান-অফে ভোটের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কে চলছে রান-অফ নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি
রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কেমাল কেলিচদারোগলোর ছবি সম্বলিত ব্যালট হাতে ভোট দেয়ার অপেক্ষায় এক ভোটার। ছবি রয়টার্স

১৪ নভেম্বর একসঙ্গে দেশটির সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় সংসদ সদস্য পদেও ভোট দিয়েছিলেন ভোটাররা। কিন্তু এবার যেহেতু শুধুমাত্র প্রেসিডেন্ট পদে ভোট দিতে হচ্ছে ফলে অনেকে আগ্রহ নিয়ে ভোট দিতে আসছেন। এছাড়া যারা আসছেন তারাও খুব দ্রুত ভোট দিতে পারছেন।

স্থানীয় সময় সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ভোটারদের সারি দীর্ঘ হতে থাকে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেগলো বলেছেন, ’১৪ মের ভোট ছিল তিন প্রার্থীর মধ্যে একজনকে বেঁছে নেওয়া, সঙ্গে ছিল সংসদীয় নির্বাচন। আর ওই সময় ভোটের লাইনেও ধীরগতি দেখা যায়, কারণ সাধারণ মানুষ বিশাল ব্যালটে ভোট দিতে সমস্যায় পড়ছিলেন।’

এদিকে গত ১৪ মে যে প্রেসিডেন্ট নির্বাচন হয় এতে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেন সিনান ওগান, রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কেমাল কিলিচদারোগলো। তাদের কেউই নির্বাচনে এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়। এতে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া এরদোয়ান ও কেমাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তুরস্কে চলছে রান-অফ নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি
ব্যালট বাক্সে ব্যালট রাখছেন এক নারী ভোটার। ছবি রয়টার্স

রান-অফ নির্বাচনের জন্য যে ব্যালট তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এরদোয়ান ও কেমালের ছবি রয়েছে। আর নিচে দুটি বৃত্তাকার ঘর রয়েছে। ভোটাররা ভোট প্রদান করে ব্যালটটি একটি খামে ঢুকিয়ে সেটি বাক্সে ঢুকিয়ে দিচ্ছেন।

আল জাজিরা আরও জানিয়েছে, এবারের নির্বাচনের প্রথম ধাপে মোট ভোটারের ৮৮ শতাংশ তাদের ভোট প্রদান করেন। মানে ওই সময় প্রায় ৮০ লাখ ভোটার ভোট দেননি।

তুরস্কে চলছে রান-অফ নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি
ভোট দিচ্ছেন এক বৃদ্ধ ভোটার। ছবি রয়টার্স

যারা প্রথম ধাপে ভোট দেননি তাদের মধ্যে অনেকে এবার ভোট দেবেন এবং একটি পার্থক্য গড়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!