রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় তেল শোধনাগারে হামলা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। ছবি: এপি

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় তেল শোধনাগারে হামলা

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি তেল শোধনাগারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে বিনা রক্তপাতে রুশ বাহিনীর দখলকৃত উপদ্বীপটির গভর্নর জানিয়েছেন, তাদের ধারণা এটি একটি ড্রোন হামলা।

শনিবার (২৯ এপ্রিল) চালানো এই হামলায় তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় তেল শোধনাগারে হামলা
হামলায় তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ছবি এপি

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘প্রাথমিক খবরের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সম্ভবত ড্রোন হামলার কারণে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপরই ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে গত কয়েক মাসে অসংখ্যবার হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার কর্মকর্তারা এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

এদিকে ক্রিমিয়ায় নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়া অথবা রাশিয়ার অধিকৃত-দখলকৃত অঞ্চলে কোনো হামলার ঘটনা ঘটলে সেগুলো নিয়ে একেবারেই কোনো মন্তব্য করেন না দেশটির সামরিক কর্মকর্তারা।

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় তেল শোধনাগারে হামলা
ক্রিমিয়ার সেভাস্তোপলে তেল ডিপোতে হামলার পর ধোঁয়া উঠছে। ছবি রয়টার্স

ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, শনিবারের এ হামলায় কেউ হতাহত হননি।

তিনি বলেছেন, ‘পরিস্থিতি আমাদের ফায়ার ফাইটার বেং সেখানে কাজ করা সকল ইউনিটের নিয়ন্ত্রণে আছে। যেহেতু আগুনের তীব্রতা অনেক বেশি, সেটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।’

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় তেল শোধনাগারে হামলা
ড্রোন হামলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি রয়টার্স

এদিকে গতকাল শুক্রবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এরপরের দিনই ক্রিমিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটল।

সূত্র: দ্য গার্ডিয়ান

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!