বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
4 মিনিটে পড়ুন
প্রথম লেগে ৩-০ গোলে জিতে সেমিতে একপা দিয়ে রাখলো সিটি। ছবি টুইটার

বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি

প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে রক্ষণে অসংখ্য ভুল করল বায়ার্ন মিউনিখ। সেই সুযোগ কাজেও লাগাল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে অধিকাংশ সময় চাপ ধরে রেখে বড় জয় তুলে নিল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। রদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। পরে আর্লিং হলান্ডের লক্ষ্যভেদে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা জোরাল হয় সিটির।

বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি
সিটির প্রথম লিড এনে দেওয়া রদ্রির গোলটি ছিল দুর্দান্ত। ছবি টুইটার

বল দখলে কিছুটা এগিয়ে থাকা জার্মান দলটি দ্বিতীয়ার্ধের শুরুতে জোর চেষ্টা চালায় ঘুরে দাঁড়াতে। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করে তারা; কিন্তু পারেনি কাজে লাগাতে। দ্বিতীয় গোল খাওয়ার পর আর সেভাবে পেরে ওঠেনি তারা।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে চাপ বাড়ায় সিটি। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে চতুর্দশ মিনিটে এগিয়েও যেতে পারতো তারা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে একটু দেরি করেন ইয়ান সমের, তার দিকে ছুটে যান আর্লিং হলান্ড, শেষ মুহূর্তে কোনোমতে দলকে বিপদমুক্ত করেন সমের।

- বিজ্ঞাপন -

২৭তম মিনিটে রদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার পাস পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের উঁচু জোরাল শটে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার প্রথম গোল।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। সতীর্থের গায়ে লেগে আসা বল কোনোমতে পাঞ্চ করেন সমের, কিন্তু বল চলে যায় বক্সে ইলকাই গিনদোয়ানের পায়ে। জোরাল শট নেন সিটির এই মিডফিল্ডার, মাটিতে পড়ে থাকা অবস্থায় কোনোমতে পা দিয়ে আটকান সুইস গোলরক্ষক।

বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি
গোলের পর উদযাপন। ছবি টুইটার

বিরতির পর প্রথম মিনিটেই আক্রমণ শাণায় বায়ার্ন। লেরয় সানের জোরাল শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন এদেরসন। তিন মিনিট পর আরেকটি দারুণ একটি সুযোগ পায় বায়ার্ন, এবার বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।

পরের মিনিটে নিজেদের ভুলে ফের গোল খেতে বসেছিল বায়ার্ন। গোলমুখে সতীর্থের দুর্বল ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ঠিকমতো শট নিতে পারেননি সমের, বল চলে যায় বক্সেই হলান্ডের পায়ে। তবে তার শট ঠেকিয়ে দেন জার্মান মিডফিল্ডার জসুয়া কিমিখ।

৫৭তম মিনিটে সমেরের দৃঢ়তায় ফের দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় বায়ার্ন। ছয় গজ বক্সের বাইরে থেকে রুবেন দিয়াসের শটে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি।

- বিজ্ঞাপন -
বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি
হতাশ বায়ার্ন মিউনিখের খেলোয়াররা। ছবি টুইটার

রক্ষণের ভুলেই ৭০তম মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। বক্সের বাইরে জ্যাক গ্রিলিশের চ্যালেঞ্জের মুখে বল হারান ডিফেন্ডার দায়দ উপেমেকানো। বল ধরে ভেতরে ঢুকে ডান দিকে ক্রস বাড়ান হলান্ড আর ফাঁকায় পেয়ে নিখুঁত হেডে সমেরকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।

অবিশ্বাস্য ফর্মে ছুটে চলা হলান্ড স্কোরলাইনে নাম লেখান ৭৬তম মিনিটে। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে পেয়ে জন স্টোনস হেডে খুঁজে নেন হলান্ডকে। ছয় গজ বক্সে ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠান বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেওয়া এই তরুণ।

সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে নরওয়ের এই ফরোয়ার্ডের মোট গোল হলো ৪৫টি; প্রিমিয়ার লিগ যুগে প্রতিযোগিতাটির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ।

- বিজ্ঞাপন -
বায়ার্নকে উড়িয়ে সেমির পথে ম্যানচেস্টার সিটি
ম্যানসিটির তৃতীয় গোল করেন হাল্যান্ড। ছবি টুইটার

বাকি সময়ে আরও দুটি ভালো সুযোগ তৈরি করে সিটি। তবে হুলিয়ান আলভারেসের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার কয়েক মিনিট পর রদ্রির হেড ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি সমের।

বায়ার্নের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী বুধবার ফিরতি লেগে ফের মুখোমুখি হবে দল দুটি। আগ্রাসী সিটির বিপক্ষে তিন গোলের ব্যবধান ঘুচিয়ে পরের ধাপে যেতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ৬ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

একই সময়ে শুরু শেষ আটের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে ইতালির দল ইন্টার মিলান। এই লড়াইয়ের ফিরতি লেগও মাঠে গড়াবে আগামী বুধবার, ইন্টারের মাঠে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!