ফিনল্যান্ডকে ন্যাটো যোগদানে সমর্থনের ঘোষণা তুরস্কের

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তোর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি সংগৃহীত

ফিনল্যান্ডকে ন্যাটো যোগদানে সমর্থনের ঘোষণা তুরস্কের

রাশিয়ার প্রতিবেশি দেশ ফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদের অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (১৭ মার্চ) তুরস্কে আসেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। তার সঙ্গে বৈঠকের পরই এরদোয়ান জানিয়েছেন, ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদন দেওয়ার বিষয়টি সংসদে তুলবেন তিনি।

- বিজ্ঞাপন -

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রায় ১০ মাস আগে একসঙ্গে বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা দেয় ফিনল্যান্ড ও সুইডেন। ৩০ সদস্যের ন্যাটোর ২৮টি দেশ এ দু’টি দেশকে অনুমোদন ইতোমধ্যে দিয়ে দিয়েছে। এখন শুধু বাকি আছে তুরস্ক এবং হাঙ্গেরির অনুমোদন।

ফিনল্যান্ড-সুইডেন একসঙ্গে আবেদন করলেও আপাতত সুইডেনের অনুমোদন দেবে না তুরস্ক।

ফিনল্যান্ডকে ন্যাটো যোগদানে সমর্থনের ঘোষণা তুরস্কের
তুরস্ক ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। ছবি: রয়টার্স

১০ মাস আগে সুইডেন এবং ফিনল্যান্ডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছিল তুরস্ক। সেই চুক্তি অনুযায়ী— ‍ফিনল্যান্ড-সুইডেনে বসবাসরত জঙ্গিদের ফেরত দেওয়াসহ বিভিন্ন শর্ত দিয়েছিল আঙ্কারা। সেসব শর্ত ফিনল্যান্ড পূরণ করেছে বলে জানিয়েছেন এরদোয়ান।

তিনি বলেছেন, ‘ত্রিপক্ষীয় চুক্তিতে থাকা শর্ত পূরণের ক্ষেত্রে, আমরা দেখেছি ফিনল্যান্ড কার্যকর এবং সত্যিকারের পদক্ষেপ নিয়েছে।’

এখন ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি যাবে তুরস্কের সংসদে। সেখানে এই প্রস্তাব পাস হতে হবে।

- বিজ্ঞাপন -
ফিনল্যান্ডকে ন্যাটো যোগদানে সমর্থনের ঘোষণা তুরস্কের
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। ফাইল ছবি

আগামী ১৪ মে তুরস্কে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই সংসদে এটি অনুমোদন করে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সুইডেন তুরস্কের দেওয়া শর্ত এখনো পূরণ করতে পারেনি। ফলে তাদের অনুমোদন পেতে আরও অনেক সময় লাগবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোর সদস্যপদের অনুমোদন দিতে আগামী ৩১ মার্চ হাঙ্গেরির সংসদে ভোটাভুটি হবে।

সূত্র: আল জাজিরা

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!