তুরস্কে এরদোয়ানকে যেভাবে হারাতে চায় বিরোধীরা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে হারাতে প্রথম কৌশলের কথা জানাল ছয় বিরোধী দলের জোট। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে উদার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হবে।

রিপাবলিকান পিপলস পার্টির প্রধান ফাইক ওজট্র্যাক বলেছেন, ‘আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরব, যেখানে শক্তিশালী, উদার, ন্যায়ের ভিত্তিতে চলা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। যেখানে প্রশাসন, আইনসভা ও বিচার বিভাগের ক্ষমতা আলাদা থাকবে। কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। পার্লামেন্টের ক্ষমতা অনেক বাড়ানো হবে।’

এই জোট চায়, সব বিরোধী দল মিলে একজন প্রার্থীকে সমর্থন করুক। কোনো প্রার্থীর নাম অবশ্য জানানো হয়নি।

একজনের শাসন

বিরোধীদের দাবি, তুরস্কে একজনের শাসন চলছে। এরদোয়ান সব ক্ষমতা কুক্ষিগত করেছেন। আগের সংসদীয় ব্যবস্থাকে পরিবর্তন করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়কেই উঠিয়ে দিয়েছেন। সব ক্ষমতা এখন প্রেসিডেন্টের হাতে।

বিরোধীদের অভিযোগ, একজনের শাসন চলায় দেশের অর্থনীতির হাল খুবই খারাপ, মানুষের অধিকার ও স্বাধীনতা বলে আর কিছু নেই।

বিশ্লেষকরাও মনে করেন, তুরস্কের বিচার বিভাগ অনেকটাই সরকারের নিয়ন্ত্রণে চলে। তুরস্কের গণমাধ্যমের অবস্থা একই।

কুর্দদের দল নেই

এই বিরোধী জোটে কুর্দদের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) নেই। তারা অবশ্য দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল।

বেআইনি ঘোষিত পিকেকের সঙ্গে এইচডিপির যোগাযোগ আছে দাবি করে, সরকার এই পার্টির কাজকর্মও বন্ধ করে দেওয়ার কথা বলছে। এইচডিপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

তবে ছয় দলের বিরোধী জোট চায়, তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুজনের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখবে।

সূত্র : ডয়চে ভেলে

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!