টুইটারে এখন থেকে দেখা যাবে টুইটের ‘ভিউ সংখ্যা’

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এখন থেকে টুটের “ভিউ সংখ্যা” দেখা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সুবিধা আনার ঘোষণা দিয়েছে টুইটার। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর করা টুইট অন্যরা কতবার দেখেছেন তা জানা যাবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে বলে ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার অ্যাপের “কমেন্ট”, “রিটুইট” ও “লাইক” অপশনের পাশে ব্যবহারকারী এখন থেকে “ভিউ কাউন্টার” দেখতে পারবেন।

টুইটারের “এফএকিউ” জানিয়েছে, সকল টুইটেই যে “ভিউ সংখ্যা” দেখা যাবে দেখা যাবে, বিষয়টি তেমন নয়। “কমিউনিটি টুইট”, “টুইটার সার্কেল” টুইট ও “অপেক্ষাকৃত পুরনো” টুইটে এই সুবিধা মিলবে না।

টুইটারের বরাত দিয়ে ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, “আপনার টুইট যে কোনো জায়গা থেকে; যেমন- ‘হোম’, ‘সার্চ’, ‘প্রোফাইল’, ‘প্রবন্ধে এমবেড করা টুইট’ ইত্যাদি যেই দেখুক, সে যদি আপনাকে ফলো করে থাকে, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্টের মালিক নিজে টুইট দেখলে, সেটিও ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।”

টুইটার আরও জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি নিজের টুইট মোবাইল থেকে দেখে এবং পরবর্তীতে একই টুইট ওয়েব সংস্করণ থেকে দেখে, তবে তা দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে।

ভার্জ বলছে, তাদের একজন কর্মী এই ফিচারটি পরীক্ষা করেছেন। এ সময় ওই কর্মী কেবল নিজস্ব টুইটের ভিউ সংখ্যা দেখতে পেয়েছেন, সেটিও টুইটে ক্লিক করার পর।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!