রুশ ক্ষেপণাস্ত্রের খোসা জমাচ্ছে ইউক্রেন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেটের খোসা জমাচ্ছে ইউক্রেন। ভবিষ্যতে নিজ দেশে বা আন্তর্জাতিক আদালতে বিচার পাওয়ার জন্য এগুলো প্রমাণ হিসেবে সংগ্রহে রাখছে দেশটি।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনে আক্রান্ত হয়েছে দেশটির কয়েকটি শহর।

এরমধ্যে ফেব্রুয়ারি থেকে সবচেয়ে বেশি গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ।

শহরের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেনকে দমন করতে ব্যবহৃত রাশিয়ার যুদ্ধাস্ত্রের অবশিষ্টাংশ জমিয়ে রাখছেন তারা; যার মধ্যে আছে ক্ষেপণাস্ত্র ও রকেটের ভগ্নাংশও।

- বিজ্ঞাপন -

কর্মকর্তারা বলেন, খারকিভ অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া প্রায় ১ হাজার মিসাইলের অবশিষ্টাংশ এখন পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে। হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন এগুলোর আঘাতে। মিসাইলগুলো আঘাত হেনেছিল খারকিভের সিটি সেন্টারসহ পাশের সালতিভকা অঞ্চলেও। আশা করি রাশিয়ার বিরুদ্ধে ভবিষ্যতে আইনি কার্যক্রমে এই খোসাগুলো প্রমাণ হিসেবে কাজ করবে।

স্থানীয় প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা জানান, “এই জায়গাটিতে হয়তো শুধু ধাতব টুকরা পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু এরা যে ভয়াবহতা সৃষ্টি করেছিল, তা বর্ণনা করা সম্ভব নয়। এরা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। হাজার হাজার মানুষকে বিপাকে ফেলেছে।”

এদিকে রাশিয়ার হামলার জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ফ্রান্সের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়। এরপর দশ মাস কেটে গেলেও এ অভিযানের সমাপ্তির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সহায়তা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ চালাচ্ছে। এরমধ্যে ইউক্রেনে তীব্র শীত নেমেছে। আর রাশিয়াও নিজের হামলার ধরনে বদল এনেছে। এতে দুর্ভোগে পড়েছে লাখো ইউক্রেনীয়।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!