আসছে ওয়ালিদ আহমেদের চলচ্চিত্র ‘মেঘের কপাট’

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

সম্প্রতি শুটিং শেষ হলো ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’ এর। চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির শুটিং শুরু saহয়। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে রয়েছেন রাকিব হোসেন ইভন। আর নায়িকা হিসেবে অভিনয় করেছেন সিন্ডি রোলিং ও তন্বী। এছাড়া এতে আরো অভিনয় করেছেন রাজু আহসান, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসি সহ আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী। আর চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী ও আফরোজা মোমেন।

‘মেঘের কপাট’ চলচ্চিত্রের গল্প লিখেছেন আফরোজা মোমেন। চলচ্চিত্রটির প্রযোজনাও করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, নিখাদ ভালোবাসার কাহিনী ‘মেঘের কপাট’। চলচ্চিল্ফটিতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দেখার পর দর্শক ভালোবাসার অনেকগুলো অর্থ খুঁজে পাবে। আগামী বছরের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দিতে চাই এই চলচ্চিল্ফটিকে। একই সঙ্গে সারাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্রটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। ভারতের দক্ষিণের কারিগরি সহায়তা নিয়ে মানসম্মত চলচ্চিত্র উপহার দেবার আপ্রাণ চেষ্টা করছি।

পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের প্রতিটা চরিত্র চেষ্টা করেছে তার সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সাথে সাথে গল্পের জন্য মানানসই আবহ দেবার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক খুব তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারবেন।

m আসছে ওয়ালিদ আহমেদের চলচ্চিত্র ‘মেঘের কপাট’
আফরোজা মোমেন, রাকিব হোসেন ইভন ও সিন্ডি রোলিং

প্রসঙ্গত, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের নায়ক রাকিব হোসেন ইভন সম্প্রতি চঞ্চল চৌধুরীর সাথে ‘দুই দিনের দুনিয়া’ ওয়েবফিল্মে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এছাড়া ইভন অভিনীত ‘ইতি চিত্রা’ চলচ্চিত্রসহ আরো ৩টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। অপরদিকে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের নায়িকা সিন্ডি রোলিং অভিনীত চলচ্চিত্র ‘মাসুদ রানা’ মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া এর আগে তিনি কাজ করেছেন ‘কিস্তিমাত’, ‘মুসাফির’ ও ‘লিভ ফর লাইফ’ চলচ্চিত্রে। আর তন্বীর অন্যতম দর্শকপ্রিয় কাজ ছিল ‘ফাগুন হওয়া’ চলচ্চিত্রটিতে।#

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!