শুল্ক ফাঁকি দিতে লুকিয়ে ফেলা হয়েছিল ২৭ কোটি টাকার রোলস রয়েস

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

চট্টগ্রাম ইপিজেডে হংকং ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাজ্যের বিখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের একটি গাড়ি আমদানি করে। শুল্কায়নের জন্য কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়াও হয়েছিল। তবে শুল্কায়নের আগেই সেটি সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলা হয়। পরে সেই গাড়িটি জব্দ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চালানো অভিযানে ঢাকার বারিধারায় ওই রোলস রয়েস গাড়িটি জব্দ করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গত এপ্রিলে গাড়িটি আমদানি করা হয়। আমদানির পর গাড়িটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকায় নেওয়া হয়। শুল্কায়নের কথা থাকলেও এর আগেই গত ১৭ মে গাড়িটি সরিয়ে জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের ঢাকার বারিধারায় বাসায় এনে রাখা হয়।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে প্রথমে চট্টগ্রাম ইপিজেডে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান চালানো হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বারিধারার বাসার গ্যারেজে অধিদপ্তরের যুগ্ম পরিচালক শামসুল আরেফিন খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরে সেখান থেকেই গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোলস রয়েস ব্র্যান্ডের কুলিনান এসইউভি মডেলের গাড়িটির বাজারমূল্য ২৭ কোটি টাকা। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ধরনের এ গাড়িটি ২০২১ সালে উৎপাদিত হয়।

যে বিধিতে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করা হয়েছিল, তাতে দুই হাজার সিলিন্ডার ক্যাপাসিটির গাড়িতে এ সুবিধা পাওয়ার কথা। তবে গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। আইন অনুযায়ী, এ ধরনের গাড়িতে শুল্কায়িত মূল্যের ৮ গুণ শুল্ককর পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা না পেলে গাড়িটি আমদানি বাবদ ২৪ কোটি টাকা শুল্ককর দিতে হবে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আমদানিকারক বেআইনিভাবে শুল্কায়ন প্রক্রিয়া না করেই গাড়িটি গ্যারেজে লুকিয়ে রেখে শুল্ক আইনের বিধান ভঙ্গ করেছেন। এ ক্ষেত্রে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত জব্দ করা গাড়িটি ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!