জর্ডানের আকাবা বন্দরে গ্যাস লিক, ১৩ জনের মৃত্যু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

জর্ডানের আকাবা বন্দরে একটি কন্টেইনার ধসে পড়ার পর ভেতরে থাকা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন মারা গেছেন। পাশাপাশি এ ঘটনায় আড়াই শতাধিক মানুষের প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ধসে পড়া কন্টেইনারটিতে ২৫ টন ক্লোরিন গ্যাস ছিল, যা আফ্রিকার জিবুতিতে পরিবহনের জন্য জাহাজে ওঠানো হচ্ছিল।

জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ঘটনার সময়ে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, গ্যাস বহনকারী কন্টেইনারটি একটি ক্রেন থেকে ধসে জাহাজের ডেকে পড়ে। এরপর হলুদ রংয়ের গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের মানুষ ছুটোছুটি করতে থাকেন।

দেশটির নাগরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র আমের আল-সারতাওয়ি জানিয়েছেন, বিশেষজ্ঞ আর রাসায়নিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ২৫০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে, আহতদের মধ্যে ১৮৫ জন মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ছিলেন। অন্যদিকে প্রথমদিকের ১০ জনের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।

আকাবার স্বাস্থ্য পরিচালক জামাল ওবেইডাত জানিয়েছেন, ওই এলাকার হাসপাতালগুলো আহতদের দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। ভর্তি হওয়াদের মধ্যে গুরুতর আহতও অনেকে রয়েছেন। স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করতে এবং সতর্কতা হিসেবে জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বিশের আল-কাসাওনেহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আল-ফারায়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন আল-কাসাওনেহ।

আকাবা বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, লোহার দড়ি ছিঁড়ে কন্টেইনারটি ধসে পড়ে। এতে গ্যাস লিক হয়।

ইসরায়েল সীমান্তের কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত আকাবা জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!