ভারতীয় সিরিজ দর্শকদের জন্য অতি পরিচিত নাম (TVF)। তারা সাধারণের মধ্যে অসাধারণ। তারা মূলত আমাদের দৈনন্দিন জীবনের গল্পেই সিরিজ নির্মাণ করে।কি নেই এই সিরিজগুলোতে।
যারা সারাদিন চিল্লাচিল্লি করে হিন্দি কোন মুভিই না,তারা কি যে বানাই!বস্তা পঁচা মার্কা মুভি। এমনো কিছু হিন্দি মুভি আছে যা আপনার ধারণার বাহিরে, অসম্ভব সুন্দর।
সেগুলার নামই শুনেন নাই হয়তো।কেন না, আপনারা তো সারাদিন পরে থাকেন এইসবে,হিন্দি মুভি আমি দেখি না,বস্তা পঁচা মুভি দেখে লাভ আছে।
আর ভাই,আমি হিন্দি মুভি বা সিরিজের ফ্যান নই।
যে এইসব বলে আপনাদের পঁচাবো।
আমি জাষ্ট বলতে চাচ্ছি আপনারা এইগুলা দেখেন তাহলে বুঝবেন।
যে ভারতীয় সিনামা কি।
আমার পছন্দের ভারতীয় কিছু সিরিজ নিয়ে ছোট করে বলবো আজ।
সময় থাকলে দেখে নিয়েন,ভালো লাগবে সিয়র।

1. Kota Factory
কোটা ভারতের একটি শহর যাকে নাকি ইঞ্জিনিয়ার আর ডাক্তার তৈরির আড়ত বলা হয়। চরিত্রগুলো কেন্দ্র করে মূলত কোটা শহরের গল্প ফুটে উঠেছে এই সিরিজে। ভারতীয় সিরিজের মধ্যে এইটা Imdb-তে একসময় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ছিল। সবার অভিনয় দারুণ ছিলো।বিশেষ করে জিতু ভাই


2. Yeh meri family
এইটা সিরিজ না! আমার-আপনার মতোই পরিবারের গল্প, কিশোর বয়সের স্কুল জীবনের স্মৃতি। ছোটখাটো প্লটকে খুব সুন্দরভাবে দেখাতে টিভিএফ সবসময়ই দক্ষ। এই সিরিজটাও তেমন। একেবারে মন ভালো করে দেয়ার মতোই সিরিজ।মন খারাপ থাকলে এটা দেখেন ভাল হয়ে যাবে।

3. Panchayat
গ্রামীণ পরিবেশ আর গ্রামের সহজ সরল মজার মানুষগুলোর গল্পের সাথে একজন তরুণের গল্প যে তার ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত। এই সিরিজ এতো মজার যে, সিরিজ শেষের পরও অনেক দৃশ্য মনে পড়লেও হাসবেন আপনি।

4. Asur
সিরিয়াল কিলার গল্পের সাথে হিন্দু মাইথোলজি। যারা এমন সিরিজ পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। একজন সিরিয়াল কিলারকে ঘিরে গল্প, তবে সিরিয়াল কিলার বা মূল অসুরটা কে সেটাই হলো প্রশ্ন। সিরিজে সবার অভিনয় ভালো ছিলো।এটা সত্যি অনেক সুন্দর।

5. Hostel Daze
ছাত্র জীবনে হোস্টেলে থেকেছেন কোন সময়? থেকে থাকলে এই সিরিজ আপনাকে মনে করিয়ে দিবে হোস্টেলের স্মৃতি। আর না থাকলেও ব্যাপার না, জেনে যাবেন হোস্টেল জীবন আর হোস্টেলের বন্ধুরা কেমন হয়। প্রত্যেকের অভিনয় নিখুঁত ছিল। মন খুলে হাসতে চাইলে দেখে ফেলুন।

6. Gullak
গুল্লাক অর্থ মাটির ব্যাংক৷ মাটির ব্যাংকে যেমন আমরা প্রতিদিন অল্প অল্প করে হলেও কিছু টাকা জমা করি। ঠিক তেমনি আমাদের মধ্যবিত্ত পরিবারের প্রতিদিন কিছু স্মৃতি গল্প জমা হয়ে যায় আমাদের স্মৃতির ব্যাংকে। এমনটাই এই সিরিজের গল্প।

7. Flames
টিনেজ বয়সে কোচিং-এ পড়া হয়েছে? তাহলে নিশ্চিত কোচিং-এ আপনারও অনেক স্মৃতি বা গল্প আছে। এই সিরিজের গল্পটা ঠিক তেমনি। টিনেজ বয়সের ভালোবাসা আর ভালোলাগার গল্প বলবে আপনাকে সিরিজটি।

8. Pitchers
কয়েকজন উদ্যোক্তা বন্ধুর Start-Up পরিকল্পনা নিয়ে নির্মাণ হয়েছে সিরিজটি। আপনি নিজে যদি কোনো উদ্যোগ গ্রহণের কথা ভাবছেন তবে সিরিজটা আপনার ছোটোখাটো অনুপ্রেরণা হতে পারে। সকলের উপভোগ করার মতোই সিরিজ।

9. Paatal lok
মাটির নিচে যেমন অনেক কীটপতঙ্গ থাকে ঠিক তেমনি সিরিজে পাতাল লোক বলতে সমাজের নিচু শ্রেণির মানুষদের জগতকে বুঝানো হয়েছে। সিরিজে প্রত্যেকের অভিনয় দারুণ ছিলো। গত বছর ভারতীয় যত সিরিজ হয়েছে তার মধ্যে সবচাইতে প্রশংসার দাবিদার এই সিরিজ।