আওয়ামী লীগ আরেক দফা থাকলে উপজেলায়ও যানজট হবে‍‌: স্থানীয় সরকার মন্ত্রী

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আগামীতে আওয়ামী লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে উপজেলায়ও গাড়ির লাইন লেগে যাবে।

বুধবার (৬ এপ্রিল) সংসদে রাজধানীর যানজট নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২-এর ওপর আলোচনায় সংসদ সদস্য হারুন বলেন, ‘‌‌‌‘ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। টানা ১৫ বছর আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায়। কিন্তু ঢাকা শহরের ভয়াবহ দুরাবস্থা। আজকে বাসা থেকে সচিবালয়ে যেতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। মেট্রোরেল বাস্তবায়নে ঢাকা মহানগরীর যানজট দূর করা যাবে না। গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন আনতে হবে।’’

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আগামীতে আওয়ামী লীগ যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে, তাহলে উপজেলায়ও গাড়ির লাইন লেগে যাবে।

‘‘হারুন সাহেবকে বলি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং আওয়ামী লীগ আরেকটা মেয়াদ ক্ষমতায় থাকে, তাহলে দেখবেন উপজেলায় ট্রাফিক জ্যাম হবে,’’ বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘‘ঢাকার মতিঝিলে আমার অফিস ছিল। সেখান থেকে গুলশানে আসতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতো। এখন অনেক বেশি সময় লাগে। কারণ আমাদের আয় অনেক বাড়ছে। ৩০০ থেকে ৪০০ ডলার মাথাপিছু আয়ের দেশ থেকে এখন ২ হাজার ৫৯১ ডলারে উন্নীত হয়েছে। এখন সবাই গাড়ি কিনছে।’’

তাজুল ইসলাম বলেন, ‘‘ঢাকা শহরে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সবাই ঢাকায় মুভ করছে। সারা পৃথিবীতেই এমন হয়েছে। লন্ডন, টোকিও, কলকাতায়ও হয়েছে। তারা এটাকে ম্যানেজ করেছে। আমরাও এটা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাকে ড্যাপের সভাপতি বানিয়েছেন, সেখানে অনেক বিষয় বিবেচনা করছি।’’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!