ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়ছে সিরিয়ার যোদ্ধার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

সামরিক বাহিনীর পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লড়াই করার জন্য সিরিয়ার সেনাদের ভাড়ায় নিয়োগ দিচ্ছে রাশিয়া বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে কতজন সিরিয়ার সেনাকে নিয়োগ দেওয়া হয়েছে তা জানাতে রাজি হয়নি গোয়েন্দারা। তবে তারা বলেছেন, এর মধ্যেই অনেকে রাশিয়ায় চলে গেছেন এবং অনেকে ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

২০১৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সরাসরি গৃহযুদ্ধে অংশগ্রহণ করে রাশিয়া। দেশটির বিভিন্ন শহরে গত এক দশকের বেশি সময় গৃহযুদ্ধ চলছে।

রাশিয়ার কর্মকর্তারা মনে করেন, সিরিয়ার বহু বছরের গৃহযুদ্ধে অভিজ্ঞ এই যোদ্ধারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় বড় শহরগুলো দখল করতে তাদের সহায়তা করবে।

সিরিয়ার ডেইর ইযর সংবাদপত্রের তথ্য অনুযায়ী, সিরিয়া থেকে যারা ইউক্রেনে যুদ্ধ করতে যেতে চান, এরকম স্বেচ্ছাসেবীদের ২০০ থেকে ৩০০ ডলার করে দেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। একেকবারে তাদের অন্তত ছয় মাস সেখানে লড়াই করতে হবে।

অন্যদিকে প্রায় ২০ হাজারের বেশি বিদেশি নাগরিক স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে কিয়েভে পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তারা দ্রুত ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবেন।

রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খেরভ এখনও ইউক্রেনের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়া বন্দর শহর খেরসন দখলের পর অন্যান্য শহর দখলে অগ্রসর হচ্ছে।

গত ১২ দিনের রুশ হামলায় ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। দ্রুত যুদ্ধ বন্ধ না হলে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!