দেওয়ানী আদালত পুনঃস্থাপনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি
আমতলী প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

বরগুনার আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের দাবীতে পৌরসভার আয়োজনে সুধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শুক্রবার) রাত ৮টার দিকে আমতলী পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া।

বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মিয়া, বরগুনা জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, চাওড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আহুরুজ্জামান আলমাস খান, রিপোর্টার্স ইউনিটি সভাপতি খান মতিয়ার রহমান, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ হাওলাদার।

বক্তব্য রাখেন অ্যাড. হরিহর চন্দ্র দাস, অ্যাড. মনিরুজ্জামান মনি, অ্যাড. মিজানুর রহমান শিকদার, অ্যাড. এম. ইসহাক বাচ্চু, অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. বদরুল হাসান বাকের খান, অ্যাড. তৌহিদুল ইসলাম, অ্যাড. রাকিবুল ইসলাম রাকিব, অ্যাড. পারভেজ, তৈরী পোশাক বিক্রেতা সমিতির সভাপতি নুরুজ্জামান প্রিন্স, সাংবাদিক হারুন অর রশিদ, জাকির হোসেন মোল্লা, জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক লোকজন ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

বক্তারা বিচার প্রার্থীদের দুর্ভোগ লাগবে দেওয়ানী আদালতের কার্যক্রম পুনঃরায় আমতলীতে শুরু করার জন্য বিচার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের শুদৃষ্টি কামনা করে দ্রæত দেওয়ানী আদালত পুনঃস্থাপনের দাবী জানায়।

উল্লেখ্য ১৯৯৩ সালের মার্চ মাসের ৫ তারিখ আমতলী দেওয়ানী আদালতটি স্থান্তরিত হয়ে বরগুনা জেলা জজ কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এতে আমতলী ও তালতলী উপজেলার বিচার প্রার্থীরা চরম দূর্ভোগে পরেছেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!