মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
3 মিনিটে পড়ুন

এ বার আর চাঁদে নয়, বাঙালির নজর মঙ্গলগ্রহে। তাই আগেভাগেই ওই লালগ্রহে জমি কিনতে উদ্যোগী হয়েছেন অনেক বাঙালি। ইতিমধ্যেই মঙ্গলগ্রহে জমি কিনে ফেললেন হুগলির শ্রীরামপুরের শৌনক দাস।

তবে না, ওখানে জমি কেনার জন্য লক্ষ লক্ষ টাকা লাগেনি, বলতে গেলে প্রায় জলের দরেই মঙ্গলগ্রহে জমি কিনে ফেলেছেন সদ্য বিবাহিত শৌনক দাস। ওখানে ১ একর জমির দাম পড়েছে মাত্র ৩,০০০ টাকা।

তিনি জানান, মঙ্গলগ্রহের মহাকাশযানের মাইক্রোচিপে তাঁর নাম-ঠিকানা চলে গেছে। এ জন্য তিনি খুবই আনন্দিত। তিনি স্বপ্ন দেখেন একদিন মঙ্গলগ্রহে যাওয়ারও সুযোগ পাবেন।

Untitled design 8 মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক
মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক 40

শৌনক একটি বেসরকারি সংস্থার ইনস্যুরেন্স কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। গ্রহ, নক্ষত্র নিয়ে বরাবরই তাঁর আগ্রহ ছিল। গুগলের দফতরেও তিনি আমন্ত্রিত হয়ে গেছেন। তিনি জানান, একদিন গুগল সার্চ করতে করতে দেখেন, মঙ্গলগ্রহে জমি বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি সেখানে জমি কেনার জন্য আবেদন করেন। মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে টাকাও পাঠিয়ে দেন। কিছু দিন হল নাসার অনুমোদিত একটি বেসরকারি সংস্থা থেকে তাঁর কাছে মঙ্গলগ্রহের ওই এক একর জমির দলিলও এসে পৌঁছেছে। তিনি আরও জানান, মঙ্গলগ্রহে জমি কেনার তালিকায় রয়েছেন বিশ্বের আরও ১ কোটি ৩২ হাজার ২৯৫ জন। নাসা থেকে পাঠানো মহাকাশযান আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলগ্রহের মাটি ছোঁবে। সেই মহাকাশযানে সবার সঙ্গে তাঁরও মাইক্রোচিপ যাবে।

- বিজ্ঞাপন -

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, জমি তো কিনেছেন, কিন্তু ওই মঙ্গলগ্রহে কী আপনি কোনও দিন যেতে পারবেন? এ প্রসঙ্গে তিনি বলেছেন, যে দ্রুত গতিতে বিজ্ঞান এগোচ্ছে, তাতে মনে হয় সে দিন আর বেশি দূরে নেই, যে দিন ওই মঙ্গলগ্রহও মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। তখন তো আর এই দামে ওখানে জমি পাব না, তাই এখনই কিনে রাখলাম। তত দিন যদি আমি না থাকি, আমার ছেলেমেয়েরা তো থাকবে…

Untitled design 9 মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক
মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক 41

নাসা জানিয়েছে, যাঁরা জমি কিনেছেন আগামী দিনে তাঁদের মধ্যে থেকেই বেশ কয়েক জনকে নিয়ে মঙ্গলগ্রহে পাড়ি দেব আমরা। সেই তালিকাও তৈরি হয়ে গেছে। সেখানে অবশ্য শৌনকের নাম নেই। তবে পরবর্তিকালে তাঁর নামও হয়তো ওই রকম একটিমাত্র তালিকায় অন্তর্ভুক্ত হবে, এই আশায় বুক বাঁধছেন শৌনক।

জানা গেছে, ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। চন্দ্রযান এবং মঙ্গলযানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য শৌচালয় বানাতে হবে। সেই শৌচালয়ের জন্য নকশা আহ্বান করেছে নাসা। গোটা বিশ্ব থেকে বহু মানুষ সেই নকশা পাঠিয়েছেন। পাঠিয়েছেন শৌনকও। ১ অক্টোবর নাসা জানাবে, কার নকশা তারা গ্রহণ করছে। শৌনকের বানানো নকশা যদি নাসা গ্রহণ করে, তা হলে আর দেখতে হবে না, একেবারে সোনায় সোহাগা।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!