সামনে ঝুঁকতেই কোমরে টান। আস্তে আস্তে শরীরটা বেঁকালাম। পরশুদিন রাস্তার কল থেকে জল আনতে গিয়ে একটা খিঁচ লেগেছিল। তখন ব্যথা বুঝিনি। এখন টের পেলাম। আশ্রমে ঢুকলে আগে বড় মোহান্তর পায়ে মাথা ঠেকাতে হয়। বড় ঘরের সিংহাসনে সামনে দু’পা মেলে বসেছিলেন। পায়ে কপাল ছোঁয়াবো বলে কোমর বেঁকিয়ে ধীরে ধীরে সামনে ঝুঁকছিলাম। তখনই কথার ছুরি, ‘তুই পোয়াতি হয়েছিস নাকি? কোমর বেঁকাতে কষ্ট?’
এ আবার কি কথা! ভিতরে ভিতরে জ্বলে উঠলাম। মুখ ফস্কে বেরিয়ে এল, ‘ওমা আমি কুমারী!’ এক দঙ্গল লোক খ্যা খ্যা করে হেসে উঠল। গাঁট্টাগোট্টা এক ভক্ত মাথা দুলিয়ে বলল, ‘হয় হয়। কুমারী সধবা বিধবা সব্বার হয়।’
ঘরে হাসির রোল। শব্দ ছড়িয়ে পড়ল বাইরে। সন্ধ্যার অন্ধকারে বাতাসে ভাসতে অনেক দূর। মেঝের শতরঞ্জির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে আমি পাথর। ভাবছি কী করতে বলবেন এবার। দোতলার সিঁড়ি মোছা কিংবা হাতপাখা দিয়ে বাতাস করা। মোহান্তর আদেশের অপেক্ষায় থাকতে হয়। সন্ধ্যায় বহু মানুষের জমায়েত পেল্লায় ঘরে। কাউকে গান করতে বললে গাইবে। নাচ করবার আদেশ পেলে কেউ এক লাফে উঠে তাথৈ তাথৈ শুরু করে দেবে।
হাসি থেমে এল। শান্ত ঘর। এখানে কেন যে আসি! ভাবছি। স্কুল পাশ। পেট ভরে খেতে পাই। মা পুরসভার সাফাই কর্মী। অভাব নেই তেমন। তবু এখানে না-এসে পারি না। সেই ছোটবেলা বাবা মারা যাবার পর ছেঁড়া ফ্রক পরে মায়ের হাত ধরে আসতাম। এখন শাড়ি পরি কিন্তু খালি পা। এখানকার সবাই খালি পায়ে আশ্রমে আসে। ঝড়ে বন্যায় সাহায্য বিলি করে আশ্রমের সাধু মহান্তরা। আমার মা আগের বড় মোহান্তর শিষ্যা। খুবই বড় সাধু ছিলেন। একশ এক বৃন্দাবন দাস মহারাজ। বিশাল বনস্পতি।
এখনকার মোহান্ত…একশ দুই নম্বর। হাবভাবে আগের মোহান্তির মতোই। কিন্তু কেমন যেন! যুবতী মেয়ে দেখলে খলবল করে ওঠে। ঘরের কোণে বসে মনে মনে বললাম, দু’নম্বর। মূর্খ একটা। আগাছা। দুব্বাঘাস।
ধর্মকথা শুরু করেছে একশ দুই নম্বর। কানে ঢুকছে না কিছু। রাগে জ্বলছে শরীর। উঠে দাঁড়ালাম। ঘরের দিকে হাঁটছি। কাঁচা পথ। খালি পায়ে দুব্বাঘাস মারিয়ে চলতে চলতে শরীরটা একটু ঠাণ্ডা হ’ল।
অণুগল্প: বড় মোহান্ত
সম্পর্কিত খবর এবং নিবন্ধ
সংবাদদাতা এবং লেখা আবশ্যক
নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]
গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]