দুর্দান্ত জয়েও সেমিফাইনালে যেতে পারলো না লঙ্কানরা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

হারলেই আসর থেকে ছিটকে যেতে হবে— এমন সমীকরণে বৃহস্পতিবার খেলতে নেমেছিল ক্যারিবিয়ানরা। ম্যাচ শেষে হলও তাই। শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে আসর থেকে বিদায় নিলো তারা। ওদিকে দুর্দান্ত জয়েও সেমিফাইনালে যেতে পারলো না লঙ্কানরা।

এদিন আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় লঙ্কানরা। দলীয় ৪২ রানের মাথায় প্রথম উইকেট হিসেবে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন অভিজ্ঞ কুশল পেরেরা। তবে ফেরার আগে আসরে ব্যাট হাতে ব্যর্থ থাকা এই লঙ্কান করেন ২১ বলে ২৯ রান।

কুশল ফেরার পর ওপেনার পাথুম নিশাকা ও চারিথ আসালাঙ্কা গড়েন ৯১ রানের জুটি। ৪১ বলে ৫ চারে ফিফটি করে ব্রাভোর বলে ফেরেন নিশাঙ্কা। আর শেষে ফেরার আগে আসালাঙ্কা ৪১ বলে করেন ৬৮ রান। শেষের দিকে দ্রুত রান তুলেন অধিনায়ক দাসুন শানাকা ও চারিথ আসালাঙ্কা। আসালাঙ্কা ফিফটির পর রাসেলের বলে ফিরলেও শেষ পর্যন্ত ১৪ বলে ২ চার ১ ছয়ে ২৫ রানে অপরাজিত থাকেন শানাকা।

ক্যারিবিয়ানদের বোলিং ব্যর্থতার দিনে অবশ্য দারুণ ছিলেন অ্যান্ড্রে রাসেল। নিজের কোটার সব ওভার শেষে ৩৩ রানে তিনি নিয়েছেন দুটি উইকেট। দলে সবচেয়ে খরুচে বোলার ছিলেন ডুয়াইন ব্রাভো। চার ওভারে এই মিডিয়াম পেসার দিয়েছেন ১০.৪৫ গড়ে ৪২ রান।

জবাবে হাসারাঙ্গা-করুণারত্নের তোপে পড়েন ক্যারিবিয়ানরা। বড় টার্গেটে খেলতে নেমে এদিনও নিজের নামের বিচার করতে পারেননি ক্রিস গেইল। ফেরার আগে ইউনিভার্স খ্যাত এই হার্ডহিটার ৫ বলে করেন মাত্র ১ রান। বেশি সময় থাকতে পারেননি রোস্টন চেজ, এভিন লুইসরা।

শুরু থেকেই রান রেটে পিছিয়ে থাকা দলকে মাঝের দিকে জয়ের আশা দেখিয়েছিলেন হেটমোয়ার ও নিকোলাস পুরান। কিন্তু ৩৪ বলে ৪৬ রান করা পুরানকে চামিরা ফিরিয়ে দেন। পরে আবারও ব্যাটিং ব্যর্থতায় পরে ক্যারিবিয়ানরা। কোনো রান করতে পারেননি কাইরন পোলার্ড।

তবে শেষের দিকে একপাশ আগলে রেখে ফিফটি করেন শিমরোন হেটমোয়ার। কিন্তু তাতে শুধু হারের ব্যবধানই কমে। ৫৪ বলে ৮ চার ৪ ছয়ে ৮১ রানে অপরাজিত থাকেন শিমরোন।

বিশ্বকাপের আসরে টানা তিন হারে আগেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। তবে শেষে দুর্দান্ত জয় নিয়ে আসর শেষ করলো লঙ্কানরা। আর সেমিফাইনালে চোখ রাখা ওয়েস্ট ইন্ডিজকে বিদায় নিতে হলো এবারের আসর থেকে। আগামী ৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের শেষ ম্যাচ। এখন তারা রয়েছে টেবিলের ৫ নম্বরে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!