ইসরায়েলে চলছে বুস্টার ডোজ, গাজায় পাঠানো হলো মেয়াদোত্তীর্ণ টিকা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। টিকা সরবরাহের বিষয়ে চুক্তিবদ্ধ হলেও ইসরায়েল তা করেনি। অথচ প্রাপ্তবয়ষ্ক সবাইকে এরই মধ্যে টিকা দিয়ে ফেলেছে ইসরায়েল। কেউ কেউ নিয়েছেন বুস্টার ডোজও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি টিকা ইসরায়েলকে দেয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া টিকার চালান ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের টিকার চালানটি পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায় টিকার মেয়াদ শেষ হয়ে গেছে। এ খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ ও মিডলইস্ট মনিটর।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া টিকাগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই ওই চালান গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরায়েল।

গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। উপত্যকার মোট বাসিন্দা প্রায় ২০ লাখ। এখন পর্যন্ত করোনার টিকা পেয়েছেন তিন লাখ ৫৪ হাজার মানুষ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!