নাটোরে কঠোর লকডাউনের ৭ষ্ঠ দিনে ঢিলে ঢালা ভাবে চলছে। সকাল থেকে রাস্তায় রিকসা, অটো ভ্যান, রিকসা ভ্যান, প্রাইভেট গাড়ী এবং লোকজনকে চলাচল করতে দেখা গেছে। কাঁচা পণ্য, মুদিখানা ও খাদ্যদ্রব্য দোকানগুলো খোলা রয়েছে। তুলনা মূলকভাবে বেচাকেনা বেড়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পুলিশ, বিজিবি ও র্যাব।
সরজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে যানবাহন ওমানুষের চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। অন্য দিনের তুলনায় অনেক বেশী মানুষকে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। পাড়া-মহল্লায় গুলোতে জনসমাগম বৃদ্ধি পেয়েছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
মোটর সাইকেল চালকদের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে বেশী। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লক ডাউন সফল করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি ৪ প্লাটুন সেনা সদস্য , ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তাঁরা জেলা ব্যাপী লক ডাউন সফল করতে কাজ করছেন। এছাড়া ১১টি ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও আটক করছেন।