ছুটি কাটাতে একই স্ত্রীকে ৩বার ডিভোর্স ও চারবার বিয়ে করলেন ব্যাংকার!

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ছবি প্রতীকী

বিয়ে করলেই ৮ দিনের ছুটি দেবে- এমন ঘোষণা দিয়েছিল তাইওয়ানের একটি ব্যাংক। এই ছুটির সুবিধা ভোগ করতে একই নারীকে পর পর ৪ বার বিয়ে করলেন ওই অফিসের এক কর্মী। এজন্য অবশ্য স্ত্রীকে ৩ বার ডিভোর্স দিয়ে চতুর্থবারের মতো নতুন করে বিয়ে করেন তাকে।

২০২০ সালের এপ্রিলে এ কাণ্ডটি ঘটিয়েছেন তাইওয়ানের তাইপেতে নাম প্রকাশে অনিচ্ছুক তাইপের একজন ব্যাংকার।

ইনসাইডার ডট কম এবং আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস খবরে বলা হয়েছে, তাইপেতে অবস্থিত ওই ব্যাংকের নিয়ম হলো- কোনো কর্মী বিয়ে করলে তাকে বেতন সহ টানা ৮ দিনের ছুটি দেওয়া হবে।

এই সুযোগ কাজে লাগিয়ে গত বছর ৬ই এপ্রিল ওই ব্যাংকার প্রথম এক নারীকে বিয়ে করেন। পরে ১৬ই এপ্রিল স্ত্রীকে ডিভোর্স দিয়ে পরের দিন ১৭ই এপ্রিল ঐ নারীকেই বিয়ে করেন। আবার ২৮শে এপ্রিলে স্ত্রীকে দিয়ে পরদিন দিন ২৯শে এপ্রিল তৃতীয়বারের মতো বিয়ে করেন। পরবর্তীতে ১১ই মে তৃতীয়বারের মতো স্ত্রীকে ডিভোর্স দেন ব্যাংকার। ১২ মে আবার সাবেক স্ত্রীকে বিয়ে করেন তিনি।

টানা একমাস ছুটি কাটাতে এভাবে তিনি নিজের স্ত্রীকে ৩ বার ডিভোর্স দেন এবং চারবার বিয়ে করেন। তার চালাকি বুঝে যায়, ফলে তাকে আর বাড়িতি ছুটি দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।
মূলত ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে থেকেই তার পরিকল্পনা ছক ধরে ফেলে ব্যাংক কর্তৃপক্ষ। সেদিকে কান না দিয়ে সবেতনে ছুটি কাটাতে প্রতিবার বিয়ে করেছেন ওই ব্যাংকার। এবং প্রতিবারই ব্যাংকের কাছে ছুটির আবেদন করে গেছেন।

জানা গেছে, চতুর্থ বার বিয়ের পর ব্যাংক তার আবেদন নামঞ্জুর করলে তিনি আইনের দ্বারস্থ হন। আইন ভাঙার জন্য ওই ব্যাংকের ৫২ হাজার ৮০০ টাকা জরিমানা হয়। জরিমানার বিরুদ্ধে ব্যাংক মামলা করে।

ঐ ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করলে আদালত তাদের জানিয়েছে, বিষয়টি ওই ব্যক্তির ইচ্ছাকৃত হলেও তিনি কোনো আইন ভাঙেননি এ উল্টো ছুটি না দিতে ব্যাংক নিজেদের আইন মানেনি। যে কারণে এবার ব্যাংককে গুনতে হবে জরিমানা।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!