নাটোরে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ১ লাখ ২১ হাজার পরিবার

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
4 মিনিটে পড়ুন
ছবি সংগৃহিত

নাটোরে দ্বিতীয় ধাপের করোনায় ক্ষতিগ্রস্ত দারিদ্র অসহায় পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর জেলায় ১ লাখ ২০ হাজার ৮৩২টি অসহায় ও দুস্থ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা।

এরমধ্যে ভিজিএফ আর্থিক সুবিধা ৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা ও জিআর (ক্যাশ) ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।

ইতিমধ্যে উপজেলা ও পৌরসভা ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তালিকার কাজও চলছে। চুড়ান্ত তালিকা প্রণয়ন হলেই সময়মত তা সংশ্লিষ্টদের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দুস্থ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক শাহরিয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, এই সহায়তার মধ্যে জেলার সাতটি উপজেলায় ৯৩ হাজার ১০৬ জনের বিপরীতে ৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা এবং জেলার আটটি পৌরসভা এলাকায় ২৭ হাজার ৭২৬ জনের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে ২ লাখ ৫০ হাজার টাকা করে জেলার ৫২ ইউনিয়নে ১ কোটি ৩০ লাখ টাকা এবং আটটি পৌরসভার জন্য ১৩ লাখ টাকাসহ (জিআর ক্যাশ) মোট ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ভিজিএফ (আর্থিক) ও জিআর (ক্যাশ) মিলে মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

জেলা প্রশাসক আরো বলেন, বরাদ্দকৃত অর্থ বিতরণে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় ১৭ হাজার ১৯৮ জনের বিপরীতে ৭৭ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, সিংড়া উপজেলায় ১৯ হাজার ৮৮৯ জনের বিপরীতে ৮৯ লাখ ৫০ হাজার ৫০ টাকা, গুরুদাসপুর উপজেলায় ১২ হাজার ২৫২ জনের বিপরীতে ৫৫ লাখ ১৩ হাজার ৪০০ টাকা, বড়াইগ্রাম উপজেলায় ১৪ হাজার ৪২২ জনের বিপরীতে ৬৪ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা, লালপুর উপজেলা ১৩ হাজার ৮৭৪ জনের বিপরীতে ৬২ লাখ ৪৩ হাজার ৩০০ টাকা ও নলডাঙ্গা উপজেলায় ৫ হাজার ৯৯৪ জনের বিপরীতে ২৬ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে, নাটোর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, গোপালপুর পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বাগাতিপাড়া পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বনপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, বড়াইগ্রাম পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা, গুরুদাসপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, সিংড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা ও নলডাঙ্গা পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা। যা আসন্ন ঈদুল ফিতরের আগেই বিতরণ সম্পন্ন করা হবে।

সরকার সব ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তবে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং সহনশীল হতে হবে। দেশে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মৃত্যুর হারও বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন দিয়েছে। এতে করে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছেন। বিষয়গুলি বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই সহায়তা দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈর্যের সঙ্গে করোনা মোকাবিলা করতে হবে। কোনো প্রকার উষ্কানি বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!