গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ৬৪ সাংবাদিক নিহত হয়েছেন,যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। ছবি সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ক্যামেরাম্যান সামের আবু দাক্কার জানাজা শনিবার সম্পন্ন হয়েছে। শুক্রবার গাজার দক্ষিণের খান ইউনিস শহরে একটি স্কুলের সামনে খবর সংগ্রহের সময় সেখানে ইসরায়েলের ড্রোন হামলায় আবু দাক্কা এবং তার এক সহকর্মী গুরুতর আহত হন।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ভারী বোমাবর্ষণের কারণে চিকিৎসাকর্মীরা গুরুতর আহত হয়ে পড়ে থাকা আবু দাক্কার কাছে সময়মত পৌঁছাতে পারেনি। আঘাত থেকে অতিরিক্ত রক্তক্ষণ তিনি মারা যান।

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
ইসরায়েলে হামলায় নিহত ২ সাংবাদিকের মরদেহ নিয়ে দাড়িয়ে আছেন অন্য সাংবাদিকরা। ছবি আল জাজিরা

তার সহকর্মী ওয়ায়েল আল-দাহদুহর এবারের হামলায় বেঁচে গেলেও এর আগে গাজায় ইসরায়েলের বোমা হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন।

আবু দাক্কার জানাজায় অংশ নিতে এসে তিনি বলেন, “আমরা গাজার সাংবাদিকরা পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে আমাদের দায়িত্ব পালন করে যাব।”

- বিজ্ঞাপন -

১৯৯৬ সালে আল জাজিরা প্রতিষ্ঠার পর থেকে তাদের ১৩ জন সাংবাদিক দায়িত্বরত অবস্থা মারা গেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

আল জাজিরা শুক্রবারের হামলায় বিষয়ে জানায়, এদিন বোমা হামলায় দাহদুহ তার হাতের উপরের অংশে আঘাত পেলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করতে হেঁটে নাসের হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন।

যুদ্ধবিরতি শেষে আরও ২ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের
গাজা সীমান্তে টহলরত ইসরায়েলি বাহিনী। ছবি আনাদোলু এজেন্সি

কিন্তু আবু দাক্কার আঘাত আরো গুরুতর হওয়ায় তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। বরং ঘটনাস্থলে পাঁচ ঘণ্টার বেশি সময় পড়ে থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংবাদ সংস্থাটি।

২০০৪ সালে আল জাজিরায় যোগ দেন আবু দাক্কা। তিনি ক্যামেরাম্যান এবং সম্পাদক হিসেবে কাজ করতেন। তার তিন ছেলে ও এক মেয়ে। তারা খান ইউনিসের কাছের শহর আবাসান আল-কাবিরাতে বসবাস করে।

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন হতাহত ৪২০ শিশু: ইউনিসেফ
ইসরায়েলি বোমা হামলায় নিহত কিছু মৃতদেহ গনকবর দেয়ার জন্য রাখছেন । ছবি এপি

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ৬৪ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। নিহতদের বেশিরভাগই ফিলিস্তিনি।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!