ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ান সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত। ছবি রয়টার্স

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পেশায় ডাককর্মী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার (২১ অক্টোবর) গভীর রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি ডাক বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত
হামলায় নিহতরা সবাই পেশায় ডাককর্মী। ছবি রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, খারকিভে নোভা পোশতার ডাকঘর অফিসে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পর ওই ডাকঘরের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।

জেলেনস্কির অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনটি দেখা যাচ্ছে।

অন্যদিকে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। টেলিগ্রামে তিনি লিখেছেন, নিহতদের বয়স ১৯ বছর থেকে ৪২ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

ওলেহ সিনিয়েহুবভ বলেন, বেসরকারি এই ডেলিভারি সংস্থা ও তাদের ভবনটি ‘পুরোপুরি বেসামরিক স্থাপনা’। তিনি আরও বলেন, ‘রাশিয়ারা খারকিভের শান্তিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সন্ত্রাস সৃষ্টি করেছে।’

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত
গভীর রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি ডাক বিতরণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটে। ছবি রয়টার্স

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, হামলার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়া অবশ্য এই হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। তবে দেশটি বরাবরই ইউক্রেনে আগ্রাসনের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে এসেছে। সিনিয়েহুবভ বলেছেন, হামলায় আহত সাতজন ‘মাঝারি আঘাত’ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আহত অন্য সাতজনের অবস্থা ‘গুরুতর’ বলেও জানান তিনি।

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ডাককর্মী নিহত
জাপোরিশায় রুশ অবস্থানগুলোর দিকে গোলাবর্ষণ করছে ইউক্রেনের সৈন্যরা। ছবি রয়টার্স

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ান সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিকে ভারী বোমা হামলার শিকার হয়।

চলতি মাসের শুরুর দিকে খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেছিলেন, তার শহরে ইউক্রেনের প্রথম ভূগর্ভস্থ স্কুলটি নির্মিত হবে, যাতে শিশুরা নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।

এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে গত জুন মাস থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!