ইসরায়েলের হামলায় গাজায় ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১৫০০ শিশু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
আহত একি শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি এএফপি

ইসরায়েলের হামলায় গাজায় ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১৫০০ শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গত ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫২৫ শিশু।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে তারা বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৫২৫ জন। এছাড়া তাদের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজারেরও বেশি নারী।

ইসরায়েলের হামলায় গাজায় ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১৫০০ শিশু
একটি শিশু ২ টি পলিথিনের ব্যাগ বহন করে হাটছেন। ছবি রয়টার্স

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারও গাজা ও অধিকৃত পশ্চিম তীরে উল্লেখ সংখ্যক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে মিসর সীমান্তবর্তী রাফায় ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন পরিবারের ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। তাদের আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি বিমানবাহিনী রাফাহর আল-মাসরি টাওয়ারের উপরে বোমা ছুড়েছে।

- বিজ্ঞাপন -

অপরদিকে খান ইউনিসে বোমা হামলায় অন্তত ১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

ইসরায়েল এমন সময় রাফাহতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যখন সেখানে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ত্রাণবাহী শত শত ট্রাক।

ইসরায়েলের হামলায় গাজায় ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১৫০০ শিশু
ইসরায়েলের হামলায় আহত এক শিশুকে একটি হাসপাতালে নিয়ে আসে এক ব্যক্তি। ছবি আল জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জানান, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে শুক্রবার ২০টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করবে।

ইসরায়েলের হামলায় গাজায় ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১৫০০ শিশু
তিনজন ফিলিস্তিনি শিশু একটি এ্যাম্বুলেন্সের মধ্যে বসে কাঁদছে। ছবি আল জাজিরা

গত ৮ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। তারা গাজায় খাদ্য, পানি, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সরবরাহ বন্ধ করে দেয়। আর সরবরাহ বন্ধ করায় এখন মানবিক বিপর্যয়ের শঙ্কায় পড়েছেন সেখানকার মানুষ।

সূত্র: দ্য নিউ আরব

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!